সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার প্যারিস ফ্যাশনের নতুন মুখ আলিয়া ভাট! হ্যাঁ, প্রতিবছর যে ফ্যাশন উইকে বলিউড থেকে জায়গা করে নেন ঐশ্বর্য রাই বচ্চন। সেই ফ্য়াশন উইকেই এবার দেখা যাবে আলিয়া ভাটকে। জানা গিয়েছে, ঐশ্বর্য রাই বচ্চনের পাশাপাশি তিনিও হাঁটবেন এই জনপ্রিয় ফ্যাশন উইকে।
বচ্চন পরিবারের বউমা হওয়ার পর থেকেই কাজ কমিয়ে দেন ঐশ্বর্য। মেয়ে আরাধ্যার জন্মের পর অভিনেত্রীর ছবির সংখ্যা একেবারেই কমে যায়। অবশ্য ২০২৩ সালে মণিরত্নমের ‘পন্নিয়ান সিলভন’ সিনেমার মাধ্যমে কামব্যাক করে প্রশংসা পেয়েছেন ঐশ্বর্য। তবে গতবছর প্যারিস ফ্যাশন উইকে হেঁটে সমালোচনার মুখে পড়েছিলেন ঐশ্বর্য। ‘বড্ড বেশি প্লাস্টিক সার্জারি’, এমন মন্তব্য করা হয়েছে অভিনেত্রীকে দেখে।
অন্যদিকে, করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট। এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। এবার করণ জোহর প্রযোজিত ‘জিগরা’ সিনেমায় আবারও মারকাটারি অবতারে ধরা দিতে চলেছেন আলিয়া ভাট। চলতি বছর দুর্গাপুজোর সময়ে মুক্তি পাবে এই সিনেমা। ঠিক যেসময়ে নারীশক্তির জয়গানের কথা তুলে ধরবেন আলিয়া।
ভাইয়ের রক্ষার্থে এক দিদি কতদূর যেতে পারে? সেই দুঃসাহসিক গল্পের পর্দায় তুলে ধরবে ‘জিগরা’। এক অনাথা ভাইবোনের মান-অভিমান, আগলে রাখার আবেগঘন মুহূর্ত সবটাই ফুটে উঠল টিজার-ট্রেলারে। রবিবার সোশাল মিডিয়ায় ‘জিগরা’র পয়লা ঝলক শেয়ার করেছেন পর্দার ‘গাঙ্গুবাই’। যেখানে তাঁকে দেখা গেল, পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে রণং দেহি অবতারে। বলাই বাহুল্য, এই সিনেমার সুবাদে যে আলিয়া ভাট আরও একবার ছক্কা হাঁকাবেন। ট্রেলারেই সেই হুঙ্কার দিয়ে দিলেন তিনি। আলিয়া ভাটের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ‘আর্চিস’ খ্যাত বেদাং রায়না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.