Advertisement
Advertisement

Breaking News

Bollywood News

এক ছোঁয়াতেই মুখ বদল! প্রয়াত বলিউডের সজ্জাশিল্পী বিক্রম গায়কোয়াড, মনখারাপ আমির-রণবীরের

আমির খানের একাধিক ছবিতে মেকআপ আর্টিস্ট ছিলেন বিক্রম।

Bollywood News: Make up artist Vikram Gaikwad dies at the age of 65, Aamir Khan, Ranveer Singh pay tribute
Published by: Sucheta Sengupta
  • Posted:May 11, 2025 8:20 am
  • Updated:May 11, 2025 9:10 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বলিউডের জনপ্রিয় সজ্জাশিল্পী বিক্রম গায়কোয়াড। শনিবার মুম্বইয়ের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৬৫ বছর। বিক্রম গায়কোয়াড উচ্চ রক্তচাপজনিত সমস্যা ভুগছিলেন বলে পরিবার সূত্রে খবর। বেশ কয়েকদিন মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তিও ছিলেন। অবশেষে প্রাণপ্রদীপ নিভল তাঁর। জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্টের আকস্মিক প্রয়াণের খবর পেয়ে শোকাহত বলিউডের শিল্পীমহল। শোকপ্রকাশ করেছেন আমির খান, রণবীর সিং-সহ বহু অভিনেতা। ইনস্টাগ্রামে পোস্ট করে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

Advertisement

বলিউডের সঙ্গে ওতপ্রোত সম্পর্ক ছিল মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াডের। বলা হয়, তাঁর হাতের ছোঁয়াতেই অভিনেতা, অভিনেত্রীরা যেন হয়ে উঠতেন আসল চরিত্র! দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে শুধু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বাংলা, দক্ষিণী, মারাঠি সিনেজগতেও নিজের কাজের ছাপ রেখে গিয়েছেন বিক্রম। ‘সঞ্জু’, ‘দঙ্গল’, ‘দ্য ডার্টি পিকচার’, ’83’, ‘পিকে’, ‘থ্রি ইডিয়টস’-এর মতো অসংখ্য ছবিতে রূপটান দিয়েছেন। চরিত্রগুলিকে করে তুলেছেন জীবন্ত। বাংলায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘জাতিস্মর’-এর মেকআপ আর্টিস্ট ছিলেন বিক্রম। ২০১২ সালে প্রথম জাতীয় পুরস্কার পান তিনি, ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার জন্য। দু’বছর তাঁকে আরও একটি জাতীয় পুরস্কার এনে দেয় ‘জাতিস্মর’ ছবিটি।

পিকে ছবিতে আমির খান-অনুষ্কা শর্মা

বিক্রম গায়কোয়াডের মৃত্যুর খবর পেয়ে কার্যত স্বজন হারানোর বেদনায় ভেঙে পড়েন আমির খান। ‘দাদা’ বলে সম্বোধন করে ইনস্টায় দীর্ঘ পোস্ট করেন। লেখেন, ”আমার বহু ছবির রূপটান শিল্পী ছিলেন বিক্রম। তাঁর হাতের ছোঁয়ায় বহু অভিনেতার পর্দার চেহারাই আজীবন মনে থেকে গিয়েছে সকলের। নিজের কাজে সবচেয়ে সেরা ছিলেন তিনি। এভাবে বিদায় জানাতে হবে, মানতে পারছি না। আমার তরফে তাঁর পরিবারের প্রতি সমবেদনা। আমরা সবাই আপনাকে মিস করব, দাদা।”

‘এইট্টি থ্রি’ সিনেমায় কপিল দেব-রূপী রণবীর সিং।

ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয় নিয়ে তৈরি ছবি ‘এইট্টি থ্রি’-তে রণবীর কাপুরকে পর্দায় কপিল দেব করে তুলেছিলেন বিক্রম। সেই অভিজ্ঞতার কথা ভুলতে পারেননি রণবীর। তিনিও মৃত্যুসংবাদে শোকপ্রকাশ করেছেন। মেকআপ আর্টিস্টের প্রয়াণে সোশাল মিডিয়ায় শোকবার্তা দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও। তাঁর পোস্ট, ”আমরা একজন জাদুকরকে হারালাম, যিনি পর্দায় বিভিন্ন চরিত্রকে জীবন্ত এবং আজীবন স্মরণীয় করে তুলতেন। অসম্ভবকে অতি সহজে সম্ভব করে তুলতেন তিনি।” শনিবারই বিক্রম গায়কোয়াডের শেষকৃত্য সম্পন্ন হয়েছে দাদারের শিবাজি পার্কে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ