Advertisement
Advertisement
Bollywood News

শাহরুখের সঙ্গে জাতীয় পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বিক্রান্ত, বিশ্বের সব মা’কে পুরস্কার উৎসর্গ রানির

এই সম্মানপ্রাপ্তির পর কী বললেন রানি ও বিক্রান্ত?

Bollywood News of rani mukherjee and vikrant massey winning national award
Published by: Arani Bhattacharya
  • Posted:August 1, 2025 9:09 pm
  • Updated:August 2, 2025 2:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষণা হল ৭১তম জাতীয় পুরস্কার। ২০২৩ সালের ছবির নিরিখে ১ আগস্ট শুক্রবার এই ঘোষণা হয়। আর সেখানেই সেরা অভিনেতার খেতাব জিতে নেন অভিনেতা বিক্রান্ত মাসে তাঁর ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য। অন্যদিকে সেরা অভিনেত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছে রানি মুখোপাধ্যায়কে। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য।

Advertisement

জীবনের প্রথম জাতীয় পুরস্কার পাওয়ার আনন্দ ভাগ করে নিতে গিয়ে এদিন অভিনেতা বিক্রান্ত মাসে বলেন, ” স্বপ্ন সত্যি হল। আমি যদি সেভাবে বলতে চাই তাহলে বলতে হয় কুড়ি বছর বয়সি একটা ছেলের স্বপ্ন অবশেষে পূরণ হল। আমি আমার দর্শকের প্রতি কৃতজ্ঞ আমার অভিনয়কে এতটা ভালোবাসা দেওয়ার জন্য।” অভিনেতা আরও বলেন যে, “সবশেষে আমি আরও একটা কথা যোগ করতে চাই। আমার এই পুরস্কারটি সমাজের সেই সকল মানুষকে উৎসর্গ করছি যাঁরা অবহেলার পাত্র এবং প্রতিনিয়ত আর্থ-সামাজিক পরিস্থিতির সঙ্গে প্রতিদিন জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।” উল্লেখ্য, জীবনের প্রথম জাতীয় পুরস্কার। তাও আবার পেয়েছেন এই অভিনয় জীবনে কিং খানের সঙ্গে। আর তাতেই রীতিমতো খুশিতে উচ্ছ্বল বিক্রান্ত। একইসঙ্গে তিনি ধন্যবাদ জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এনএফডিসি এবং ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সকল সম্মানিত জুরিকে। এছাড়াও ধন্যবাদ জানা ছবির পরিচালক বিধু বিনোদ চোপড়াকেও।

একইসঙ্গে এদিন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন রানি মুখোপাধ্যায়। তাঁর প্রাপ্ত এই পুরস্কার তিনি সারা বিশ্বের মায়েদের প্রতি উৎসর্গ করেন। তিনি বলেন, “একজন মায়ের তাঁর সন্তানের জন্য ভালোবাসা ও হিংস্রতা কোনওটাই পরিমাপ করা যায় না। এ এমন এক গল্প ছিল যা সারা বিশ্ব তো বটেই দেশকেও নাড়িয়ে দিয়েছিল। একজন প্রবাসী ভারতীয় মায়ের তাঁর সন্তানের জন্য সর্বস্ব দিয়ে লড়াই চালিয়ে যাওয়া আমাকে ভীষণভাবে নারা দিয়েছে। পরবর্তীতে আমি নিজে যখন মা হয়েছি তখন এটা মনেপ্রাণে উপলব্ধি করেছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ