Advertisement
Advertisement
Bollywood news

আইনি জট কাটিয়ে অবশেষে মুক্তির আলো দেখল ‘উদয়পুর ফাইলস’

৮ আগট মুক্তি পেল 'উদয়পুর ফাইলস'।

bollywood news udaipur files finally release in cinema hall
Published by: Arani Bhattacharya
  • Posted:August 8, 2025 9:02 pm
  • Updated:August 8, 2025 9:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদয়পুর নিবাসী কানাহাইয়া লাল, যে কিনা পেশায় একজন দর্জি। তাঁর জীবনের উপর ভিত্ততি করেই নির্মিত হয়েছে ‘উদয়পুর ফাইলস’। নির্মাণের পর থেকেই এই ছবি নানা সমস্যার সম্মুখীন হয়েছে। ২০২২ সালে ঘতা এই ঘটনাকে কেন্দ্র করে ছবি তৈরি করার পর তা মুক্তি দেওয়ার পথ মসৃণ ছিল না একেবারেই। অবশেষে সমস্ত জট কাটিয়ে ৮ আগট মুক্তি পেল ‘উদয়পুর ফাইলস’।

Advertisement

সেন্সর বোর্ডের বাঁধা থেকে শুরু করে আইন-আদালত কম জলঘোলা হয়নি। যদিও কানাহাইয়া লালের জীবনকে কেন্দ্র করে নির্মিত এই ছবি দেখে মুগ্ধ হয়েছে তাঁর পরিবারের সদস্যরা। ছবি মুক্তির পর তাঁর দুই ছেলেকেও উদয়পুরের সিনেমাহলে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাবার জীবনকে ঘিরে এমন ছবি মুক্তিকে ঘিরে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর দুই ছেলে। শুধু তাই নয়, এই ছবি দেখে তাঁরা রীতিমতো আপ্লুত। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে সকলকে এই ছবি দেখার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

২০২২ সালে রাজস্থানের উদয়পুরে নির্মমভাবে এক ব্যক্তিকে হত্যা করা হয় যাঁর নাম ছিল কানহাইয়া লাল। তিনি পেশায় ছিলেন একজন দর্জি। তাঁকে হত্যার সেই ঘটনাকে নিয়েই তৈরি এই ছবি। ঠিক কী কারণে হত্যা করা হয়েছিল কানাহাইয়া লালকে? প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার একটি বিতর্কিত মন্তব্যের পোস্ট শেয়ার করেছিলেন ওই ব্যক্তি। যার ফলে তাঁর উপর আক্রমণ হয়। মাথা কেটে খুন করা হয় কানহাইয়াকে। কানহাইয়া হত্যার এই ঘটনা এখনও বিচারাধীন। কানাহাইয়া বিচার মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত এই ছবি মুক্তিতে স্থগিতাদেশ জারি করেছিল হাই কোর্ট। তবে সে সব জট কাটিয়ে অবশেষে মুক্তির আলো দেখল ‘উদয়পুর ফাইলস’।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement