Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone

এবার মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর দীপিকা, নতুন ভূমিকায় অবতীর্ণ হয়ে কী বললেন নায়িকা?

সোশাল মিডিয়ায় নিজের এই নতুন জার্নির কথা জানিয়েছেন দীপিকা নিজেই।

Deepika Padukone becomes the new voice of Meta AI
Published by: Arani Bhattacharya
  • Posted:October 16, 2025 9:06 am
  • Updated:October 16, 2025 9:18 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার নতুন ভূমিকায় বলিউডের নায়িকা দীপিকা পাড়ুকোন। এবার দেশে মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর হয়ে উঠতে চলেছেন তিনি। সম্প্রতি সোশাল মিডিয়ায় নিজের এই নতুন জার্নির কথা পোস্ট করে জানিয়েছেন দীপিকা নিজেই।

Advertisement

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে নিজের নতুন জার্নি নিয়ে দীপিকা লেখেন, ‘এটা খুবই ভালো একটা বিষয়।এবার থেকে আমি মেটা এআই-এর সঙ্গে সংযুক্ত হলাম। ইংরেজি ভাষায় আমার কণ্ঠস্বর আমার দেশের পাশাপাশি আমেরিকা, কানাডা ও ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রতিটি মানুষ শুনতে পাবেন। আপনারা সকলে শুনে জানাবেন নতুন এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগল।’ নিঃসন্দেহে দীপিকার কেরিয়ারে এ এক নতুন প্রাপ্তি এবং তা যে নায়িকা বেশ উপভোগ করছেন সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ভারতীয় তারকাদের মধ্যে দীপিকাই প্রথম যাঁকে এই ভূমিকায় দেখা যাবে। মা হওয়ার পর কাজের ক্ষেত্রে শর্ত আরোপ করে সমালোচনার শিকার হয়েছেন দীপিকা তবে সেসবে একেবারেই কর্ণপাত করেননি তিনি নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন তিনি।

আট ঘণ্টা কাজের দাবি জানিয়ে ভাঙ্গার ছবি থেকে বাদ পড়েছিলেন দীপিকা। পরবর্তীকালে বাদ পড়েন ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকেও। সম্প্রতি নীরবতা ভেঙে বলিউডের ‘দ্বিচারিতা’ নিয়ে মুখ খুলেছেন দীপিকা। আট ঘণ্টার শিফটে কাজ করা নিয়ে যে আলোচনা তা নিয়ে দীপিকা বলেছেন, “আমি আট ঘণ্টাই শুটিং করব। তাতে যে যা পারে বলুক। আসলে এটা বলিউডের দ্বিচারিতা। এমন অনেক অভিনেতা রয়েছেন যাঁরা কখনই আট ঘণ্টার বেশি কাজ করেন না। এমনকি তাঁরা সপ্তাহান্তেও শুটিং ফ্লোরে যান না। কিন্তু তা নিয়ে কেউ কখনও মুখ খোলেন না। সেগুলো নিয়ে কখনও আলোচনা হয় না আর এত কটাক্ষও কেউ করেন না।” উল্লেখ্য আগামীতে শাহরুখের সঙ্গে ফের পর্দায় দেখা যাবে দীপিকাকে। ‘কিং’ ছবিতে অভিনয় করছেন নায়িকা, সঙ্গে রয়েছে সুহানাও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ