Advertisement
Advertisement

Breaking News

Dev Raghu Dakat

‘ধূমকেতু’র সঙ্গে পর্দায় ‘রঘু ডাকাত’-এর হুঙ্কার, স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেম উসকে দেবেন দেব

১৪ আগস্ট বড়পর্দায় আছড়ে পড়বে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'রঘু ডাকাত'-এর টিজার।

Dev's Raghu Dakat new teaser releasing with Dhumketu
Published by: Sandipta Bhanja
  • Posted:August 13, 2025 8:56 pm
  • Updated:August 13, 2025 8:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাজুড়ে বর্তমানে ‘ধূমকেতু’ ঝড়। রাজ্যজুড়ে অগ্রীম বুকিংয়ে মেগাবাজেট বলিউড এবং দক্ষিণী সিনেমা ‘ওয়ার ২’, ‘কুলি’কেও ছাপিয়ে গিয়েছে বাংলা সিনেমা। এমন দিনের আশাতেই তো বুক বেঁধেছিল টলিউড। যেদিন বলিউড, দক্ষিণের ‘দাদাগিরি’কে যোগ্য জবাব দেবে বাংলা সিনেদুনিয়া। এই সিনেমা যে টলিউডের ক্যাশবাক্স চাঙ্গা করার অন্যতম ‘টনিক’ হতে চলেছে, তা বেশ আন্দাজ করা যাচ্ছে। ১৪ আগস্ট ‘ধূমকেতু’ মুক্তিতে এমনিতেই দেব-শুভশ্রী অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে, আর সেই ছবি দেখতে গিয়ে যদি টলিউড সুপারস্টারের পুজো রিলিজের অগ্রীম ঝলক দেখার সুযোগ হয়, সেটা যে দর্শকদের জন্য উপরি পাওনা হবে, তা বলাই বাহুল্য। এখানেই দর্শকদের জন্য উপহার হিসেবে সারপ্রাইজ রাখলেন দেব-ধ্রুব জুটি।

Advertisement

জানা গেল, ১৪ আগস্ট ‘ধূমকেতু’র সঙ্গে হুঙ্কার ছাড়বে ‘রঘু ডাকাত’ও। আরেকটু খোলসা করে বললে, প্রেক্ষাগৃহের বড়পর্দায় আছড়ে পড়বে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’-এর ঝলক। প্রসঙ্গত, নতুন বছরের শুরুতেই ‘রঘু ডাকাত’ লুকে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন টলিউড সুপারস্টার। সিঁদুরে কপাল, চাদরে ঢাকা মুখ। উঁকি দিচ্ছে নিষ্ঠুর চোখ। ডাকাত সর্দারকে দেখে রিলিজের জন্য ইতিমধ্যেই দিন গোনা শুরু করেছেন দর্শক-অনুরাগীরা। তবে আপাতত দুধের স্বাদ ঘোলেই মেটাতে হবে! কারণ বৃহস্পতিবার ‘ধূমকেতু’র সঙ্গে বড়পর্দায় দেখা যাবে দেবের ‘রঘু ডাকাত’-এর বহু প্রতীক্ষিত টিজার।

‘পাগলু’ কিংবা ‘দুই পৃথিবী’র সুপারস্টার বছরখানেক ধরে যেভাবে ছক ভেঙে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন, তাতে মুগ্ধ হয়েছেন সিনে-সমালোচকরাও। যে কোনও চরিত্র আত্মস্থ করতে কড়া হোমওয়ার্কের যে কোনও বিকল্প নেই, সেকথা মনেপ্রাণে বিশ্বাস করেন দেব। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ ছবিতে নরেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্র ফুটিয়ে তুলতে দুবেলা নিয়ম করে মাঠে ঘাম ঝরাতেন। সিনেমা মুক্তির পর দর্শকমহল তো বটেই পাশাপাশি সিনেসমালোচকরাও তাঁর মার্কশিটে ফুলমার্কস বসিয়েছিলেন। এবার ‘রঘু ডাকাত’-এর ক্ষেত্রেও যে পরিচালক-অভিনেতা জুটি ধ্রুব-দেব মহাচমক উপহার দিতে চলেছেন, তা বলাই বাহুল্য। দেব ছাড়াও ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ম্যাগনাম অপাসে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়। খলচরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। সোহিনী সরকারকে দেখা যাবে ডাকাত দলের এক গুরুত্বপূর্ণ চরিত্রে। অন্যদিকে ‘রঘু ডাকাত’ দেবের নায়িকা হিসেবে ধরা দেবেন ইধিকা পাল। ধ্রুবর ‘গোলন্দাজ’ ছবিতে দেব-অনির্বাণের পর এবার ‘রঘু ডাকাত’-এর ক্ষেত্রেও কাকতালীয় বিষয় এক্ষেত্রেও পরিচালক-প্রযোজক এক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ