সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতপাত নিয়ে ছুৎমার্গ আজও দেশে বহাল তবিয়তে রয়েছে! ভিনধর্মী ভালোবাসার ‘অপরাধে’ লাভ জেহাদের শিকার হয়েছে বহু জুটি। এবার শ্রেণিবৈষম্য, জাতিভেদের কবলে পড়ে বলি হওয়া প্রেমের গল্প নিয়ে হাজির করণ জোহর। চব্বিশ সালের মে মাসেই ‘ধড়ক ২’ ছবির ঘোষণা করেছিলেন প্রযোজক-পরিচালক। এবার সেই সিনেমারই ট্রেলার প্রকাশ্যে।
প্রথম ছবিতে দুই স্টারকিড শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর এবং শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরকে কাস্ট করে ইন্ডাস্ট্রিতে ব্রেক দিয়েছিলেন। তবে প্রথা ভেঙে এবার ইন্ডাস্ট্রির ‘দুই বহিরাগত’কে কাস্ট করে চমক দিলেন ‘স্বজনপোষণের ঝান্ডাধারী’ প্রযোজক। জাতপাত, শ্রেণিবৈষম্যের ঘেরাটোপে এক ভালোবাসার গল্প দেখালেন করণ জোহর। ‘ধড়ক ২’-এ তাঁর সঙ্গী তৃপ্তি দিমরি এবং সিদ্ধান্ত চতুর্বেদী। প্রথমবার জুটি বাঁধছেন তাঁরা। দুই তারকাই বর্তমান প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। অতঃপর বলিউডের এই ফ্রেশ জুটিকে যে দর্শকদের মন্দ লাগবে না, সেটা ট্রেলারেই আন্দাজ করাই যায়। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বিধির ভূমিকায় তৃপ্তি। যে সাদামাটা, ছাপোষা পরিবারের ছেলে নীলেশের প্রেমে পড়ে। প্রেমিকার ভূমিকায় সিদ্ধান্ত চতুর্বেদী। এই ছবি যে লাভ জেহাদের মতো বিষয়কে কেন্দ্র করেই তৈরি হচ্ছে, তা আর বুঝতে বাকি রইল না! দলিত শ্রেণির উপর অত্যাচার, ভিনজাতে প্রেমের অপরাধীদের উপর চোখরাঙানি,ট্রেলারে সেসব কথাও উঠে এল।
গল্পটা কীরকম? নীলেশ আদ্যোন্ত সহজ সরল, ইংরেজিতে ততটা কেতাদুরস্ত নয়। তবে তাদের মিষ্টি প্রেমে কাঁটা হয়ে দাঁড়ায় সামাজিক তুল্যমূল্য বোধ। বিধির বাড়িতে সম্পর্কের কথা জানতে পেরেই হামলা চালানো হয় নীলেশের উপর। তারপর মান-অভিমান, ঝগড়া। সম্পর্কের জল গড়ায় বহুদূর! অন্যদিকে ‘বড়লোকের বিটি’ বিধিকে মনে মনে ভালোবাসলেও তার পরিবারের বাঁধায় বিয়ের স্বপ্ন মাটি হয়ে যায় নীলেশের। তাদের প্রেমে মূলত বাঁধা হয়ে দাঁড়ায় জাতপাতের সমস্যা। এমনকী নীলেশকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করে বিধির পরিবার। বিধি-নীলেশের সম্পর্ক কি শেষমেশ বিয়ে পর্যন্ত গড়াবে নাকি তার আগেই গল্পে চরম কোনও মোড় আসবে? জানতে হলে আগস্টের ১ তারিখ অবধি অপেক্ষা করতে হবে। কারণ সেদিনই মুক্তি পাচ্ছে ‘ধড়ক ২’।
প্রসঙ্গত, ‘অ্যানিম্যাল’ সিনেমার পর থেকে প্রায়শই সংবাদের শিরোনামে তৃপ্তি দিমরি। অভিনেত্রীর সিনে কেরিয়ারের চাকা ঘুরিয়ে দিয়েছে এই ছবি। এবার বলিউডের এই ‘বুলবুল’ সুন্দরীকেই নিজের ছবির জন্য বেছে নিলেন করণ জোহর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.