Advertisement
Advertisement
Aamir Khan

রজনীকন্তের ছবি ‘কুলি’তে অভিনয় করে আক্ষেপের সুর আমিরের গলায়! নেপথ্যে কোন কারণ?

আমির অভিনীত চরিত্র নিয়ে শুরু হওয়া নানা গুঞ্জনে এবার জল ঢালল অভিনেতার টিম।

Did Aamir Khan call doing Rajinikanth's Coolie a ‘big mistake’? His team busts rumour
Published by: Arani Bhattacharya
  • Posted:September 13, 2025 8:30 pm
  • Updated:September 13, 2025 8:30 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ আগস্ট মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘কুলি’। মুক্তির পর বক্স অফিসে এই ছবি প্রায় ৫০০ কোটির ব্যবসা করেছে। ছবিতে বরাবরের মতোই অভিনয়ে স্বকীয়তা বজায় রেখেছেন রজনীকান্ত। ছবিতে একগুচ্ছ দক্ষিণী অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে দেখা গিয়েছে মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে। সম্প্রতি এই ছবিতে আমির অভিনীত চরিত্র নিয়ে শুরু হওয়া নানা গুঞ্জনে এবার জল ঢালল অভিনেতার টিম।

Advertisement

‘কুলি’ ছবিতে ‘দহ’ নামে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন আমির। এই চরিত্র নিয়ে প্রথম থেকেই আমির বলেছিলেন যে, তিনি রজনীকান্তের সঙ্গে ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করেছিলেন। তবে বেশকিছুদিন আগে আমিরের ভাইরাল হওয়া এক আর্টিকেল ভাইরাল হয়। যেখানে এই চরিত্রে অভিনয় করাকে আমির তাঁর অভিনয় জীবনের একটি বড় ভুল বলে উল্লেখ করেছেন বলে দাবি নেটিজেনদের। সেখানে এমনও বলা হয় যে, আমির নাকি দাবি করেছেন এই চরিত্রে অভিনয় করা জীবনের একটি বড় ভুল। কারণ এই ছবিতে এই চরিত্রটির কি প্রয়জনীয়তা ছিল তা জানা নেই।” এবার এই জল্পনাতেই জল ঢালল অভিনেতার টিম। আমিরের টিমের তরফে বলা হয় যে এমন কোনও মন্তব্য তিনি করেননি বা এমন কোনও উক্তিও তিনি কন সাক্ষাৎকারে করেননি।

অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ ছবিতে আমিরের ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়েছিলেন দর্শক। সেখানে তাঁকে দেখা যাচ্ছিল এক্কেবারে রাফ অ্যান্ড টাফ লুকে। সাদা কালো ছবিতে ফুটে উঠেছিল আমিরের এক আলাদা অভিব্যক্তি। চোখে সানগ্লাস, মুখে চুরুট নিয়ে ধূমপান করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আমিরের এই লুক প্রকাশ্যে আসার পর তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সেই পোস্টে কেউ লিখেছেন, ‘বহু প্রতীক্ষিত চরিত্র।’, কেউ আবার লিখছেন, ‘মিস্টার পারফেকশনিস্ট লোকেশ কানাগরাজের ফ্রেমে। পরিচালক লোকেশ কানাগরাজের পরিচালনায় ‘কুলি’ ছবিতে রজনীকান্ত, আমির খান ছাড়াও অভিনয় করেছেন নাগার্জুনা, উপেন্দ্র, শ্রুতি হাসান প্রমুখ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ