সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমায় অবদানের জন্য বিদেশের মাটিতে সম্মানিত শাহরুখ খান (Shah Rukh Khan)। সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবে পার্দো আলা কারিয়ারা আসকোনা-লোকার্নো টুরিজম পুরস্কার গ্রহণ করেছেন। কিন্তু বিপত্তি রেড কার্পেটের ভাইরাল ভিডিও নিয়ে। অভিযোগ, ছবি তোলার সময় এক বৃদ্ধকে ধাক্কা দিয়েছেন কিং খান।
ব্ল্যাক স্যুটে সেজে ৭৭তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন শাহরুখ। রেড কার্পেটে তাঁকে দেখা মাত্রই ফটোশিকারিদের হুড়োহুড়ি পড়ে যায়। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধ ব্যক্তি কিং খানের ছবির ফ্রেমে ঢুকে পড়ছিলেন। বিষয়টি টের পেয়েই তাঁর দিকে এগিয়ে যান শাহরুখ। দুই হাত দিয়ে তাঁকে ধাক্কা মেরে পিছনে ঠেলে দেন।
New: King having fun times 🤣🤣
— ℣ (@Vamp_Combatant)
ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে তা সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আর তাতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, “এই কারণেই ভারতীয় দর্শক শাহরুখ খানকে অপছন্দ করেন। লজ্জা হওয়া উচিত!” যদিও শাহরুখ অনুরাগীদের দাবি, কিং খান মজার ছলেই কাজটি করেছেন। আর তিনি ওই বৃদ্ধকে আগে থেকে চেনেন। লোকার্নো চলচ্চিত্র উৎসবের বিশেষ সম্মানের জন্য কিং খানকে শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা।
সম্প্রতি প্যারিসের গ্রেভিন মিউজিয়ামেরও তরফ থেকেও শাহরুখ খানকে বিশেষ সম্মান দেওয়া হয়। সেখানকার মিউজিয়ামে রাখা হয়েছে শাহরুখের স্বর্ণমুদ্রা। প্যারিসের এই মিউজিয়ামে, এই প্রথম কোনও অভিনেতার নামে এমন স্বর্ণমুদ্রা তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।
Grevin Museum from Paris issued gold coin in the honour of Shah Rukh Khan. He is the only bollywood actor to get it.
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.