Advertisement
Advertisement

Breaking News

Diljit Dosanjh

ভালোয় ভালোয় শুটিং শেষ ‘বর্ডার ২’-এর, বরুণ-অহনকে মিষ্টি খাইয়ে উদযাপন দিলজিতের

শুটিং শেষ হতেই শুটিং ফ্লোরে চলল উদযাপন, দেদার মিষ্টিমুখ।

Diljit Dosanjh share glimpses from border 2 wrap up
Published by: Arani Bhattacharya
  • Posted:July 26, 2025 6:38 pm
  • Updated:July 26, 2025 6:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কাজ বিতর্কে সমালোচনার মুখে পড়েছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। উঠেছিল তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন। এমনকি তাঁকে বয়কটের দাবিও জানানো হয়। জল্পনা রটেছিল যে, একাধিক পাক তারকাদের সঙ্গে অভিনয় করায় নাকি দেশাত্মবোধক সিনেমা ‘বর্ডার ২’ থেকে বাদ পড়েছেন দিলজিৎ। তবে একটি ভিডিও শেয়ার করে সেই জল্পনাযজ্ঞেই জল ঢেলেছিলেন পাঞ্জাবি সুপারস্টার। ‘বর্ডার ২’ সিনেমার সেট থেকে ভিডিও পোস্ট করে অভিনেতা বুঝিয়ে ছিলেন যে, তিনি বাদ পড়েননি। এবার ভালোয় ভালোয় শেষ হল সেই ছবিরই শুটিং। দিলজিতের ‘বর্ডার ২’ ছবির শুটিং শেষ হতেই শুটিং ফ্লোরে চলল উদযাপন, দেদার মিষ্টিমুখ।

Advertisement

শনিবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানেই দেখা যাচ্ছে, সহঅভিনেতা বরুণ ধাওয়ান ও অহন পাণ্ডের সঙ্গে সেলিব্রেশন মুডে দিলজিৎকে। হাতে রয়েছে একটি মিষ্টির বাক্স। আর তাতে রয়েছে সুস্বাদু লাড্ডু। যা অহন ও বরুণকে খাইয়ে দেন দিলজিৎ। শুধু তাইই নয় শুটিং শেষের আনন্দে একে অপরকে জড়িয়েও ধরেন। এরপর শুটিং ফ্লোরে উপস্থিত থাকা বাচ্চাদের সঙ্গেও ভাগ করে নেন। দিলজিটকে একঝলক দেখার জন্য উপচে পড়েছিল অনুরাগীদের ভিড়।

 

এদিনের এই পুরো ভিডিও ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন দিলজিৎ। পাঞ্জাবী ভাষায় ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ‘বর্ডার ২’ ছবির শুটিং শেষ হল। ছবিতে আমি নির্মল জিৎ সিং শেখনের চরিত্রে অভিনয় করছি।’ উল্লেখ্য, জেপি দত্তার এই ছবির সিক্যুয়েলে অভিনয় করছেন বরুণ ধাওয়ান, সানি দেওল, অহন শেট্টি-সহ আরও অনেকে। সব ঠিক থাকলে ২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পেতে পারে ‘বর্ডার ২’।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ