Advertisement
Advertisement

Breaking News

Eken

রাজস্থান-পুরীর পর বেনারস, এবার কোন রহস্যের জট খুলবেন একেনবাবু?

একেন পারবেন রহস্যের সমাধান করতে?

Eken in Benaras to solve the mystery
Published by: Monishankar Choudhury
  • Posted:March 16, 2025 3:20 pm
  • Updated:March 16, 2025 3:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান আর পুরীর পর এবার একেনবাবুর গন্তব্য বেনারস। বাপি আর প্রমথকে সঙ্গে নিয়ে এবার সেখানেই রহস্যের জট খুলবেন একেনবাবু- এ খবর আগেই জানা গিয়েছিল। আগামী ১৫ মে বড়পর্দায় আবার ফিরবেন একেনবাবু। এবার তার প্রস্তুতি জোরকদমে শুরু করে দিলেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।

Advertisement

Eken-Babu

‘দ্য একেন- বেনারসে বিভীষিকা’ একেন সিরিজের আগামী ছবি। প্রযোজনায় হইচই স্টুডিও। সেই ছবির কাজে সম্প্রতি গোটা টিম নিয়ে বেনারসে পৌঁছে গিয়েছেন পরিচালকমশাই। মহরৎ সেরে শুরু করে দিয়েছেন ছবির শুটিংয়ের কাজ।

Eken-Babu এবারও একেন হিসাবে পর্দায় ফিরছেন অনির্বাণ চক্রবর্তী। আর অন্যান্যবারের মতো বাপি ও প্রমথ রূপে একেনের সঙ্গী হয়েছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। তবে এবারের একেনের সঙ্গে যোগ দিয়েছে দেবেশ চট্টোপাধায়ের মতো পোড় খাওয়া অভিনেতা। সঙ্গে রয়েছেন ঈশা সাহাও। ছবিতে এক বিশেষ চরিত্রে রয়েছেন ঋষভ বসুও। শোনা যাচ্ছে, এই মুহূর্তে তিনিও বেনারসে রয়েছেন ছবির শুটিংয়ে। সেই সঙ্গে এবারের রহস্য গল্পে যোগ দিচ্ছেন টলিপাড়ার বহু চেনামুখ। আপাতত গোটা বেনারসজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে টিম একেন। তিনি কি পারবেন রহস্যের সমাধান করতে? সেই উত্তর মিলবে ছবি মুক্তির পর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ