সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ আধ্যাত্বিক গুরু প্রেমানন্দ মহারাজ জি। সম্প্রতি এক ভিডিওতে ধরা পড়েছে তাঁর শারীরিক অসুস্থতার ছবি। সেখানেই দেখা যাচ্ছে রীতিমতো চোখমুখ ফুলে গিয়েছে তাঁর। তাঁকে এভাবে দেখে রীতিমতো শিউরে উঠেছেন তাঁর অনুরাগীরা। সকলেই তাঁর আরোগ্য কামনা করছেন। এমনকি বিভিন্ন বলিউড তারকারাও তাঁর আরোগ্য কামনা করে তাঁর সঙ্গে দেখা করেছেন। এবার প্রেমানন্দ জি মহারাজের সঙ্গে দেখা করলেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এলভিশ যাদব।
এলভিশের সঙ্গে প্রেমানন্দ মহারাজের সেই ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে এলভিশকে তিনি প্রশ্ন করছেন যে, নিয়ম করে প্রতিদিন এলভিশ রাধা নাম জপ করছেন কিনা? তার উত্তরে এলভিশ বলেন যে, তিনি প্রতিদিন রাধা নাম জপ করছেন না। এর পর প্রেমানন্দ জি তাঁকে পরামর্শ দেন প্রতিদিন দশ হাজার বার রাধা নাম জপ করার। তাঁর সেই পরামর্শ মেনে নেন এলভিশ। একইসঙ্গে তিনি এলভিশকে একথাও বলেন যে, “তুমি অতীতে ভালো কাজ করেছ তাই আজ তুমি সফল। তুমি ঈশ্বরের নাম জপ করা শুরু করো।” দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন প্রেমানন্দ জি মহারাজ। নিয়মিত ডায়ালিসিস চলে তাঁর। চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি।
View this post on Instagram
অন্যদিকে অতীতে এলভিশের সঙ্গেও কম বিপর্যয় ঘটেনি। ২০২৩ সালে ‘বিগ বস’র ঘরে অংশ নেওয়ার পর সকলের কাছেই সুপরিচিত এলভিশ। কিন্তু তারপর থেকে কম দুর্ঘটনা ঘটেনি এলভিশের সঙ্গে। ২০২৩ সালে এলভিশকে আটক করে নয়ডা পুলিশ। পার্টিতে সাপ নিয়ে নেশা করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয় চলতি বছরে ফের এলভিশের বাড়িতে হামলা চালিয়েছিল বন্দুকবাজ। জীবনের এই সমস্ত বিপর্যয়ের পর প্রেমানন্দ জির শরণাপন্ন হয়েছেন এলভিশ। তাঁর আরোগ্য কামনা করার পাশাপাশি উপদেশ মেনে চলার কথাও দিয়েছেন এলভিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.