Advertisement
Advertisement
Alia Daughter Fake Picture

মেয়ে রাহাকে স্তন্যপান করাচ্ছেন আলিয়া? সোশ্যাল মিডিয়ার ভাইরাল ছবি ঘিরে শোরগোল

ব্যাপারটা কী?

Fake Picture of Alia Bhatt breastfeeding her daughter Raha goes viral | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 20, 2022 9:11 pm
  • Updated:December 20, 2022 9:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল শাড়ি পরে মেয়ে রাহাকে স্তন্যপান করাচ্ছেন আলিয়া ভাট (Alia Bhatt)। এমনই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবিটি যে ভুয়ো, তা বোঝাই যাচ্ছে। তবে দাবানলের মতো বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং খবরের শিরোনামে উঠে এসেছে।

Advertisement

Ranbir Alia

নভেম্বর মাসের ৬ তারিখ মেয়ের জন্মের খবর জানান রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমাদের জীবনের সেরা খবর। আমাদের মেয়ে ভূমিষ্ঠ হয়েছে…কী মিষ্টি মেয়ে হয়েছে… মা ও বাবা হিসেবে আমাদের খুশির ঠিকানা নেই… ভালবাসা, ভালবাসা আর শুধুই ভালবাসা।” মেয়ের জন্মের ঠিক এক মাস আগেই সাধ অনুষ্ঠানের ছবি পোস্ট করেছিলেন আলিয়া।

Alia-1

[আরও পড়ুন: এখনও চলচ্চিত্র উৎসবে শামিল হননি? জেনে নিন বুধবার কোন ছবিগুলি দেখার সুযোগ পাবেন]

সাধ অনুষ্ঠানের এই ছবিটিই ফটোশপের মাধ্যমে পালটে ফেলা হয়েছে। হলুদ সালোয়ারের বদলে আলিয়াকে পরানো হয়েছে লাল শাড়ি। কোলে রয়েছে শিশু, যাকে স্তন্যদান করছেন অভিনেত্রী। আর এই ছবিটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

Alia Bhatt picture breastfeed 1

গত ২৪ নভেম্বর মেয়ের ছবি পোস্ট করে তাঁর নাম জানিয়েছিলেন রণলিয়া। রাহার  নামটি রেখেছেন নীতু কাপুর। সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর আলিয়াই দিয়েছিলেন। অভিনেত্রী সেই সময় জানিয়েছিলেন মেয়ের নামের অর্থ। “সংস্কৃত ভাষায় রাহা মানে ‘বংশ’। বাংলা ভাষায় এর অর্থ ‘বিশ্রাম, আরাম, স্বস্তি’। আরবি ভাষায় এর অর্থ ‘শান্তি’। ছোট্ট রাহার সত্যি এই নামের উপযুক্ত। এই সব ক’টা গুণ রাহার মধ্যে রয়েছে”, লেখেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, বড়দিনের অবসরে মেয়ের মুখ দেখাবেন রণবীর-আলিয়া। সেই সময় গোটা কাপুর পরিবার একত্র হয়। সেই জন্যই নাকি বড়দিনে রাহার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেবেন তারকা দম্পতি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: পঞ্চমীর সেটে বিপত্তি, নায়ক রাজদীপের কোল থেকে পড়ে গিয়ে আহত সুস্মিতা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement