Advertisement
Advertisement

Breaking News

Genelia D’Souza

রীতেশের আগে জন আব্রাহামের সঙ্গে গোপনে বিয়ে! পর্দাফাঁস হতেই কী বললেন জেনেলিয়া?

রীতেশের সঙ্গে বিয়ের ১৩ বছরের মাথায় প্রকাশ্যে বিস্ফোরক তথ্য।

Genelia D’Souza reacts to rumours of marrying John Abraham
Published by: Sayani Sen
  • Posted:June 18, 2025 7:32 pm
  • Updated:June 18, 2025 7:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রীতেশ দেশমুখের আগে জন আব্রাহামের সঙ্গে বিয়ে করেছিলেন জেনেলিয়া ডি’সুজা? বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে জোর গুঞ্জন। রীতেশের সঙ্গে বিয়ের ১৩ বছরের মাথায় প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। এবার এই ইস্য়ুতে মুখ খুললেন জেনেলিয়া।

Advertisement

সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ২০১১ সালে ‘ফোর্স’ ছবির শুটিং করছিলেন জেনেলিয়া। ওই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা জন আব্রাহাম। সেই ছবিতে বিয়ের দৃশ্য ছিল। তাতে একজন প্রকৃত ব্রাহ্মণ পুরোহিতকে দেখা গিয়েছে। ওই ছবির সেটে মন্ত্রপাঠ, মাল্যদান, মন্ত্রলসূত্র পরানো, সাতপাক ঘোরা হয়েছিল সবই। আর সেটিকেই বিয়ে বলে রটানো হয়েছিল। অভিনেত্রী স্পষ্ট জানান, “আমরা মোটেও বিয়ে করিনি। এর মধ্যে কোনও সত্যতা নেই। পিআরের তরফে হয়তো এই গুজব রটানো হয়েছে। আমার মনে হয় আপনাদের পিআরকেই জিজ্ঞাসা করা উচিত।”

বি-টাউনে একাধিক অভিনেতা-অভিনেত্রীর দাম্পত্যে টালমাটাল কম হয়নি। বিচ্ছেদের সংখ্যাও ভুরি ভুরি। তারই মাঝে একেবারে বিপরীতমুখী রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা। তাঁরা যেন বলিউডের লাভ বার্ডস। বিয়ের বয়স বাড়লেও তাঁদের দু’জনের মধ্যে প্রেমের কোনও খামতি নেই। বেশ সুখে সংসার করছেন দু’জনে। ২০১২ সালে সাতপাকে বাঁধা পড়ার পর থেকে কাজ আর সংসারের দিব্যি ভারসাম্য রেখে এগিয়ে চলেছেন রীতেশ ঘরনি জেনেলিয়া। অভিনেত্রী এখন দুই সন্তানের মা-ও। সম্পর্কের মধুর রসায়নই যেন অনুরাগীদের কাছে তাঁদের অধিক জনপ্রিয়তার ইউএসপি। তাঁদের বিয়ের ১৩ বছর পর বি-টাউনে নয়া গুঞ্জনে স্বাভাবিকভাবেই মন ভাঙে অনুরাগীদের। তবে অভিনেত্রীর কথায় আশ্বস্ত হয়েছেন তাঁরা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement