সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তমকুমার অভিনীত ‘ভ্রান্তিবিলাস’ সিনেমার স্মৃতি ফেরাবে রণবীর সিং অভিনীত ও রোহিত শেট্টি পরিচালিত ছবি ‘সার্কাস’ (Cirkus Film)। সে আভাস টিজারেই পাওয়া গিয়েছিল। ট্রেলারেও তার অন্যথা হল না। একগুচ্ছ অভিনেতাকে নিয়ে রুপোলি পর্দায় যেন নতুন জগৎ সৃষ্টি করেছেন পরিচালক। আর তাতে চমক দিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। স্বামীর রণবীরের সঙ্গে কোমর দুলিয়ে নাচতে দেখা গেল অভিনেত্রীকে।
রোহিত শেট্টির সিনেমা মানেই আলাদা ব্রহ্মাণ্ড। এর আগে ‘গোলমাল’ সিনেমার সিরিজে তা দেখা গিয়েছে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। জোড়া যমজের আলাদা পৃথিবী তৈরি করেছেন রোহিত। যাতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং এবং বরুণ শর্মা। দুই অভিনেতার পাশাপাশি রয়েছেন জনি লিভার, সঞ্জয় মিশ্র, অশ্বিণী কালসেকর, সিদ্ধার্থ যাদব, মুকেশ তিওয়ারি, মুরলী শর্মার মতো একঝাঁক অভিনেতা। দুই নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন পূজা হেগড়ে এবং জ্যাকলিন ফার্নান্ডেজ।
রোহিত শেট্টির পরিচালনাতেই ‘সিম্বা’ হয়ে বড়পর্দায় সাফল্য পেয়েছেন রণবীর (Ranveer)। এবার নায়ক-পরিচালক জুটি ভরসা রেখেছেন কমেডির উপর। তাও আবার রিমেক। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘আঙ্গুর’ সিনেমার রিমেক ‘সার্কাস’। সঞ্জীব কুমার অভিনীত ক্লাসিক ছবিটি আবার ১৯৬৮ সালে মুক্তি পাওয়া ‘দো দুনি চার’ সিনেমার আদলে তৈরি। যা কিনা বাংলার ‘ভ্রান্তিবিলাস’ সিনেমার হিন্দি রিমেক। অর্থাৎ লতায়পাতায় রণবীরের সিনেমাটিকে বাংলার ক্লাসিক ছায়াছবির রিমেক বলাই যায়।
২০২০ সালের নভেম্বরে ‘সার্কাস’ সিনেমার শুটিং শুরু হয়। তবে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় কাজ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। ২০২২ সালে নভেম্বরে ছবির শুটিং শেষ হয়। ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ‘সার্কাস’।
WELCOME TO ROHIT SHETTY’S COMEDY-VERSE !!! 🤡🎪🤡🎪
Trailer out now!
— Ranveer Singh (@RanveerOfficial)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.