Advertisement
Advertisement

অন্তঃসত্ত্বা ইয়ামি গৌতম! ওড়না দিয়ে বেবিবাম্প ঢাকার চেষ্টা নায়িকার? ভাইরাল ভিডিও

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

Here's why Yami Gautam's pregnancy rumours gained momentum | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 27, 2024 4:43 pm
  • Updated:January 27, 2024 4:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এক বলিউড নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন।  এবার কি ইয়ামি গৌতম (Yami Gautam) সুখবর দিতে চলেছেন? সম্প্রতি বান্দ্রায় দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এমন প্রশ্ন উঠছে।

Advertisement

Yami-Gautam-1

স্বামী আদিত্য ধরের সঙ্গেই বান্দ্রায় গিয়েছিলেন ইয়ামি। অভিনেত্রীর পরনে ছিল গোলাপি সালোয়ার। সাংবাদিকদের দেখে হাসিমুখে ছবির জন্য পোজও দেন অভিনেত্রী। কিন্তু ওড়না দিয়ে নিজের শরীরের মধ্যভাগ ঢেকে দেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

অভিনেত্রীর এই ভিডিওতেই জল্পনার সূত্রপাত। কমেন্টবক্সে জানতে চাওয়া হয়, অভিনেত্রী কি  এভাবে বেবিবাম্প ঢাকার চেষ্টা করছেন?  “মনে হচ্ছে নায়িকা অন্তঃসত্ত্বা। যদি তাই হয় তাহলে দুজনকেই অভিনন্দন”, “পরিবারে হয়তো নতুন কেউ আসছে”, এমন মন্তব্যও করা হয়েছে।

Yami-Gautam-reaction

[আরও পড়ুন: পিতৃহারা হলেন অরুণিমা ঘোষ, সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে শোকে বিহ্বল অভিনেত্রী ]

আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ভিকি ডোনর’ (Vicky Donor) সিনেমার মাধ্যমে বলিউডে নিজের সফর শুরু করেন ইয়ামি। তারপর একাধিক হিন্দি, তামিল, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। ২০১৫ সালে ‘সনম রে’ সিনেমার শুট চলাকালীন অভিনেতা পুলকিত সম্রাটের প্রেমে পড়েন ইয়ামি। ২০১৮ সালে দুজনের ব্রেকআপ হয়।

Yami-Gautam

২০১৯ সালে মুক্তি পায় ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে জাসমিনের চরিত্রে অভিনয় করেন ইয়ামি। শোনা যায়, ‘উরি’র সেটেই আদিত্য আর ইয়ামির প্রেম শুরু হয়। হিমাচল প্রদেশের মেয়ে ইয়ামি। ২০২১ সালে সেখানেই ছিমছামভাবে বিয়ে সারেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: প্রিয়াঙ্কাকে ছাড়াই ভারতে নিক জোনাস, ‘জামাইবাবু বউ কোথায়?’ প্রশ্ন পাপারাজ্জিদের]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ