সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে জব্বর খবর! অতীত ভুলে মিস্টার পারফেকশনিস্ট নাকি জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। মাসখানেক আগেই জানা গিয়েছিল, বেঙ্গালুরুর এক লাস্যময়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির খান (Aamir Khan)। পরিবারের সঙ্গেও তাঁকে আলাপ করিয়েছেন। সম্প্রতি আমির কান তাঁর ষাট বছরের জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন। এবার খবর, বলিউড সুপারস্টার নাকি তৃতীয়বার বিয়েটা সেরেই ফেলেছেন! আসলে এহেন গুঞ্জনের সূত্রপাত আমির খানের এক মন্তব্যকে ঘিরেই।
দিন কয়েক ধরেই বলিপাড়ার অন্দরমহলে জল্পনা, আমির খান তৃতীয়বার বৈবাহিক বন্ধনে বাঁধা পড়েছেন। আর সেই জল্পনাযজ্ঞে এবার নিজেই ঘৃতাহূতি করলেন বলিউড তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে কথা বলতে গিয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন মিস্টার পারফেকশনিস্ট। অভিনেতাকে প্রশ্ন ছোড়া হয়েছিল, অদূর ভবিষ্যতে আপনারা কি বিয়ের পিঁড়িতে বসছেন? প্রত্যুত্তরে আমির জানান, “হ্যাঁ, আমরা একসঙ্গে রয়েছি। একে-অপরের বিষয়ে ভীষণই সিরিয়াস এবং প্রতিশ্রুতিবদ্ধ। সেটা কিন্তু আপনারাও সকলে জানেন।” তবে এরপরেই আমির খান যে বোমা ফাটালেন, তাতে শোরগোল! আবেগপ্রবণ হয়ে অভিনেতা বলছেন, আমি ইতিমধ্যেই গৌরীর সঙ্গে বিয়ে করে ফেলেছি। সত্যিই কি নিয়ম মেনে আগের দুবারের মতো বিয়ে করেছেন আমির?
এপ্রসঙ্গে নিজেই ধোঁয়াশা সরিয়ে অভিনেতা জানালেন, “আসলে আমি মনে মনে গৌরীকে বিয়ে করে ফেলেছি। এবার কবে সেটা আনুষ্ঠানিকভাবে হবে, আদৌ হবে কিনা সেটা সময়ের উপর নির্ভর করছে। আমাদের সম্পর্কটা এগোনোর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেব।” অতীতে দু’বার ডিভোর্স হয়েছে আমির খানের। এপ্রসঙ্গে তিনি বলেছিলেন, “আমার দুটো বিয়েই অসফল। তাই আমার কাছে বিয়ের উপদেশ নেওয়া ঠিক নয়। আসলে আমি একা থাকতে ভালোবাসি না। আমার সঙ্গীর প্রয়োজন হয়। সম্পর্কে থাকতে ভালোবাসি। আমার দুই প্রাক্তন স্ত্রী রিনা-কিরণের সঙ্গে আমি এখনও ঘনিষ্ঠ। আমরা একটা পরিবার। আসলে জীবন তো অনিশ্চিত, কী করেই বা বিশ্বাস করি? তাই বিয়ে টিকে থাকাটা প্রত্যেক মানুষের উপর নির্ভর করে।” এবার কি তাহলে গৌরীতেই শান্তির খোঁজ পেলেন মিস্টার পারফেকশনিস্ট!
প্রসঙ্গত, আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বহুদিন ধরেই বলিউডে নানা গুঞ্জন! শোনা গিয়েছিল, কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মিস্টার পারফেকশনিস্ট নাকি ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখের প্রেমে পড়েছিলেন। মাসখানেক সেই গুঞ্জনও চলল বহাল তবিয়তে। ফতিমাকে আমিরের পরিবারের নানা অনুষ্ঠানে দেখা গিয়েছে সেই আবহে। তবে সেই ফতিমা ম্যাজিকও ফ্যাকাসে! নতুন বছরের শুরুতেই জব্বর খবর আসে আমির খান নাকি চলতি বছরেই তৃতীয়বার বিয়ে করতে চলেছেন! ২৫ বছর আগে বেঙ্গালুরুর গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ মিস্টার পারফেকশনিস্টের। তবে প্রেম শুরু হয় ১ বছর আগে। বলিউড মাধ্যম সূত্রে খবর, ২ বছর আগে গৌরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির খান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.