Advertisement
Advertisement

Breaking News

Mithun Chakraborty

মিঠুন-অঞ্জনের ‘বৈশাখী উপহার’ বাতিল! পিছিয়ে যাচ্ছে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’র রিলিজ?

কী কারণে এমন সিদ্ধান্ত নির্মাতাদের?

Is the release of Mithun Chakraborty's movie really being delayed
Published by: Manasi Nath
  • Posted:March 18, 2025 8:59 pm
  • Updated:March 19, 2025 12:40 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা নববর্ষে মুক্তি পাওয়ার কথা ছিল পথিকৃৎ বসু পরিচালিত এবং মিঠুন চক্রবর্তী ও অঞ্জন দত্ত অভিনীত নতুন ছবি ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’ র। ছবিতে মিঠুন ছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায়, অঞ্জনা বসু, মধুমিতা সরকার, বিশ্বনাথ বসুর মতো হেভিওয়েট অভিনেতারা। তবে শোনা যাচ্ছে এই ছবির মুক্তি নাকি পিছিয়ে যেতে পারে। কিন্তু কী কারণে এমন সিদ্ধান্ত নিতে চলেছে ছবির নির্মাতারা?

Advertisement

বক্স অফিসে লক্ষ্মীলাভের আশায় নববর্ষে এই বিগবাজেটের ছবি মুক্তির দিন ধার্য করে নির্মাতারা। কিন্তু শোনা যাচ্ছে ছবি মুক্তি নাকি নববর্ষে স্থগিত রাখতে চান তাঁরা। অন্য কোনও ছবির সঙ্গে যাতে এই ছবিকে লড়াইয়ের মুখে না পড়তে হয়, সেকথা ভেবেই নাকি ছবি মুক্তি থেকে সরে আসছেন পরিচালক ও প্রযোজক। চলতি মাসের শেষে মুক্তি পাবে সলমন খানের ছবি ‘সিকন্দর’। আবার এপ্রিলের শুরুতে মুক্তি পাওয়ার কথা সানি দেওলের ছবি ‘জাট’-এর। এই আবহে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’ মুক্তি পেলে ছবির শো পাওয়ার সমস্যা হতে পারে। স্বভাবতই মিঠুনের ছবি নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চান না নির্মাতারা। জানা যাচ্ছে, মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতাকে যথাযোগ্য সম্মান প্রদর্শনের জন্যই এহেন সিদ্ধান্ত। কোনওরকম প্রতিযোগিতা বা তাড়াহুড়োর পক্ষপাতি নয় নির্মাতারা।

তবে এর বাইরে যে বিষয়টি নিয়ে চর্চা চলছে তা হল, পথিকৃৎ বসু পরিচালিত এই ছবি নিয়ে প্রযোজকরা নাকি যথেষ্ট আত্মবিশ্বাসী নয়। কারণ ইতিপূর্বে পথিকৃৎ পরিচালিত কোনও ছবিই বক্স অফিসে সেভাবে সাফল্যের মুখ দেখেনি। তাহলে এই ছবিরও কি তেমন পরিণতির আশঙ্কা করছে নির্মাতারা? শোনা যাচ্ছে আগামী মে মাসে ছবিটি মুক্তি পেতে পারে। সেখানেও সমস্যা থেকে যাচ্ছে। কারণ মে মাসের প্রথম সপ্তাহেই মুক্তি পাওয়ার কথা শুভ্রজিৎ মিত্রর পিরিয়ড ড্রামা ‘দেবী চৌধুরানী’র। সেক্ষেত্রে এই ছবির সঙ্গেও ক্ল্যাশ করতে পারে মিঠুনের ছবি। ফলে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’র ভবিষ্যৎ কার্যত বিশ বাঁও জলে!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ