Advertisement
Advertisement
Jisshu Sengupta

ভূত বাংলোয় কী করছেন যিশু সেনগুপ্ত? রইল তারই হদিশ

এবার অক্ষয় কুমারের সঙ্গী হয়ে পর্দায় আসবেন বঙ্গ অভিনেতা

Jisshu Sengupta joins cast of Akshay Kumar’s next with Priyadarshan in ‘Bhooth Bangla’
Published by: Monishankar Choudhury
  • Posted:March 16, 2025 8:56 pm
  • Updated:March 16, 2025 8:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ বেশ কিছুদিন ধরে যিশু সেনগুপ্তকে নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। তবে সব সমালোচনাকে একদিকে সরিয়ে এবার বড় খবর দিলেন অভিনেতা। মাত্র একদিন আগেই অভিনেতার জন্মদিন গিয়েছে। আর সেই উপলক্ষে তাঁকে অভিনন্দন জানিয়ে দারুণ খবর ঘোষণা করেছে বালাজি মোশন পিকচার্স।

Advertisement

পরিচালক প্রিয়দর্শনের আগামী ছবি হরর কমেডি ‘ভূত বাংলা’। এবার সেখানে অভিনয় করতে দেখা যাবে বঙ্গ অভিনেতা যিশু সেনগুপ্তকে। শুধু তাই নয়, এই ছবির হাত ধরেই প্রথমবার সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। অভিনেতার জন্মদিনে এই খবরই বালাজি মোশন পিকচার্স তাদের সোশাল মিডিয়ার পাতায় ঘোষণা করেছে। বলাই বাহুল্য যিশুর মুকুটে আরো একটি নতুন পালক জুড়ল। একই সঙ্গে বলিউডি ছবিতে আরও একবার যিশু সেনগুপ্তের অভিনয় দেখার সুযোগ পাবে দর্শকরা।

এই ছবির হাত ধরে চোদ্দ বছর পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় কুমার ও প্রিয়দর্শন জুটি। ২০১০ সালে তাঁরা শেষবার একসঙ্গে ‘খাট্টা মিঠা’ ছবিটি করেন। তাছাড়াও তাঁদের একসঙ্গে কাজের তালিকায় রয়েছে ‘হেরাফেরি’, ‘গরম মশালা’, ‘ভুলভুলাইয়া’, ‘দে দনা দন’, ‘ভাগম ভাগ’। এবার ‘ভূত বাংলা’য় তাঁরা আবার একসঙ্গে কাজ করবেন। যিশু ছাড়া এই ছবিতে হেভিওয়েট তারকাদের মধ্যে রয়েছেন তাবু, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, মিথিলা যাদব, ওয়ামিকা গাব্বি। ছবিটি যৌথ ভাবে প্রযোজনার দায়িত্বে রয়েছে শোভা কাপুর, একতা আর কাপুরের বালাজি টেলিফিল্মস এবং অক্ষয় কুমারের নিজস্ব প্রযোজনা সংস্থা কেপ অফ গুড ফিল্মস। ছবিটির সহ প্রযোজক ফারা শেখ এবং বেদান্ত বালি।ছবির কাহিনীকার অক্ষ এ কৌশিক ও চিত্রনাট্য লিখেছেন রোহন শঙ্কর, অভিলাষ নায়ার এবং প্রিয়দর্শন স্বয়ং। অনেকেই মনে করছেন ‘ভূত বাংলা’র সঙ্গে প্রিয়দর্শনের আগের ছবি ‘ভুলভুলাইয়া’র মিল থাকলেও থাকতে পারে। খুব শীঘ্রই রাজস্থানে ছবির কাজ শুরু হবে। আগামী বছরের ২ এপ্রিল ছবিটি পর্দায় আসার দিনক্ষণ স্থির হয়েছে।

উল্লেখ্য যিশু ইতিপূর্বে ‘বরফি’, ‘পিকু’, ‘মণিকর্ণিকা’, ‘মর্দানি টু’য়ের মতো ছবিতে কাজ করেছেন। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে নেটফ্লিক্স অরিজিনাল ‘ডাব্বা কার্টেল’এ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ