সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের বাড়ির কালীপুজো এবার আট বছরে পা দিচ্ছে। সোমবার গভীর রাতে পুজো। তবে কাজের ব্যস্ততা সামলে দিন কয়েক আগে থেকেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন অভিনেত্রী। ফি বছর নির্জলা উপোস করে নিষ্ঠা নিয়ে পুজোয় বসেন কৌশানী। এবারও সেই নিয়মের অন্যথা হবে না। চন্দন বাটা, মালা গাঁথা থেকে মায়ের শাড়ি-গয়না সব শপিং করা, গুছিয়ে রাখা, পুজোর যাবতীয় খুঁটিনাটি কাজ সবটা নিজের হাতেই করেন কৌশানী মুখোপাধ্যায়। এবারের পুজো প্রস্তুতি কেমন চলছে? খোঁজ নিল সংবাদ প্রতিদিন।
কৌশানী বরাবর ঈশ্বরে বিশ্বাসী। তাই পুজোর কাজেও নায়িকা ততধিক পটিয়সী। মাকালীর জন্য ইতিমধ্যেই শাড়ি-গয়না সব কিনে ফেলেছেন। আর তো হাতে মাত্র ক’টা দিন। কৌশানী বলছেন, “প্রতিবারের মতো এবারেও মায়ের জন্য সোনার গয়না কিনলাম। এবার অবশ্য সোনার নেকলেস কিনেছি। সেটা কালীপুজোর দিন মাকে পরাব। আমার বাড়ির প্রতিষ্ঠিত মাকালী এবারও নবরূপে সাজবেন। রাজরানির মতো হবে মায়ের সাজ। শুটিং-কাজ সামলে সেসব প্রস্তুতিই চলছে এখন।” কথাপ্রসঙ্গে অভিনেত্রী জানালেন, “আমার বাড়ির কালীপুজোয় যেমন প্রতিবার হোমযজ্ঞ, সঙ্কল্প হয়, এবারও তাই হবে। উপোস করেই পুজো দেব। তার পর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে নৈশভোজ তো থাকছেই। আর ঢাকের তালে নাচটাও মাস্ট!” পুজোর পর পরিবারের সদস্যদের নিয়ে আতসবাজি পর্ব চলে তাঁদের বাড়িতে।
কালীপুজোর আগের দিন থেকে কৌশানীদের বাড়িতে নিরামিষ খাওয়ার চল রয়েছে। পুজোর দিন আগত অতিথিদের জন্যেও থাকে রকমারি নিরামিষ পদের বাহার। আর মাকালীর ভোগে কী কী থাকছে? কৌশানীর সংযোজন, “লুচি, আলুরদম, খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, চাটনি, পায়েস, মিষ্টির পাশাপাশি আমার বাড়িতে মায়ের জন্য স্পেশাল একধরনের তরকারি হয়। সেটাও থাকবে।” এবার মাকালীর কাছে কী চাইবেন? প্রশ্ন যেতেই কৌশানীর মিষ্টিমন্ত উত্তর, “মায়ের কাছে মেয়ের চাওয়া যদিও ব্যক্তিগত তবে সবার প্রথমে সকলের সুস্থতা কামনা করব, যেমনটা সবসময়ে মাকে বলি- সবাইকে ভালো রেখো। আর বাকিটা ব্যক্তিগত।”
কৌশানী মুখোপাধ্যায় বর্তমানে টলিপাড়ার অন্যতম ভার্সেটাইল অভিনেত্রী। তাঁর ফিল্মি কেরিয়ারের বৃহস্পতিও বর্তমানে তুঙ্গে। ‘বহুরূপী’র ‘ঝিমলি’, ‘রক্তবীজ ২’-এর আয়েশা হোক বা ‘কিলবিল সোসাইটি’র ‘পূর্ণা’, কমার্শিয়াল ছবির নায়িকা হিসেবে তিনি যেমন সফল, তেমনই ডিগ্ল্যাম চরিত্রেও সিনে-সমালোচক থেকে দর্শকমহলের ভালোবাসা পেয়েছেন। কৌশানীর বিশ্বাস, মা কালীর আর্শীবাদে তাঁর এহেন প্রাপ্তি ঘটেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.