সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুচিস্মিতা চৌধুরীর বাড়ির কালীপুজো বরাবরই সেলেবমহলে বেশ জনপ্রিয়। অভিনেত্রীর বাড়িতে দক্ষিণাকালী পূজিতা হন ৩৬৫ দিন। দীপাবলিতেও মহাসমারোহে কালীপুজো হয় অভিনেত্রীর বেহালার বাড়িতে। এবারের প্রস্তুতি কেমন? সংবাদ প্রতিদিন ডট ইন-কে জানালেন সুচিস্মিতা চৌধুরী।
ছোটপর্দার জনপ্রিয় মুখ সুচিস্মিতা। খলনায়িকা হিসেবেই অবশ্য দর্শকমহলে বেশি পরিচিত তিনি। তবে রিল লাইফে যাই হোক, রিয়েল লাইফে কিন্তু অভিনেত্রী আদ্যোপান্ত ঈশ্বরে বিশ্বাসী। বাড়িতে নিয়মিত ইষ্টদেবতা মহাদেবের পুজোর পাশাপাশি মহামৃত্যুঞ্জয় জপও করেন। সুচিস্মিতার শ্বশুরবাড়ি অর্থাৎ চৌধুরী পরিবারের এই কালীপুজোর বয়স ২০০ বছর। অভিনেত্রী জানালেন, “আমার শ্বশুরবাড়ির সকলে যখন বাংলাদেশে থাকতেন, সেই তখন থেকে আমাদের মাকালী পূজিতা। ওঁরা আসলে ঢাকার লোক। ওখানকার বাংলাদেশের বাড়িতেই মা প্রতিষ্ঠিত হয়েছিলেন। দেশভাগের পর আমার শাশুড়ি মা কালীকে বাংলাদেশ থেকে এখানে আনেন। অন্তত তিন-চার প্রজন্ম ধরে আমাদের বাড়িতে মা ভবতারিণীর পুজো হয়।”
পুজোর বয়স দুশো বছর হলেও মায়ের মূর্তি কিন্তু আরও একশো বছরের পুরনো। সূচীস্মিতাদের দেবীমূর্তির বয়স প্রায় তিনশো বছরের বেশি। অভিনেত্রী বললেন, “কষ্টি পাথরের তৈরি দক্ষিণাকালী। একদম দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মূর্তির মতো। তবে আকারে ছোট। আমার বাপেরবাড়ি এবং শ্বশুরবাড়ির সকলেই শাক্ত। বাবার বাড়িতে দুর্গাপুজো হয়। আর শ্বশুরবাড়িতে কালীপুজো।” কালীপুজোর দিনে মা নতুন করে সাজেন। প্রতিবার কালীঘাট থেকে লোক এসে মাকে সাজান। রং করা, তার পর নতুন বেনারসি শাড়ি-গয়নায় সাজানো হয় সুচিস্মিতাদের কুলদেবী দক্ষিণাকালীকে। অভিনেত্রী জানালেন, “সারাবছর ধরে অনেকেই মানতের জন্য অনেক গয়না দেন, সেইসমস্ত পরে আমাদের মা কালীকে একেবারে অপরূপ লাগে দেখতে। সকাল থেকে ভোগ, নৈবদ্য প্রস্তুত করি। সমস্ত উপাচার পালন হয়। আমার ছেলে-বউমা লন্ডনে নিজেদের মতো করে পুজো করে। ভিডিও কলে অঞ্জলি দেয়। ‘বড় কালী’পুজোয় আমরা পরিবারের সকলে একত্রিত হই মায়ের সেবা করব বলে। এক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায়। সারা বাড়ি নতুনভাবে সেজে ওঠে। চৌধুরী বাড়ির ‘বড় উৎসব’ বলি আমরা এই দিনটিকে।”
কালীপুজোর স্পেশাল ভোগে কী কী পদ থাকে? অভিনেত্রী সুচিস্মিতা জানালেন- খিচুড়ি ভোগ, পাঁচরকম ভাজা, লাবড়া, ফুলকপির তরকারি, পোলাও, কাশ্মিরী আলুরদমের পাশাপাশি পনিরের একটা পদ। আর শেষপাতে চাটনি এবং পায়েস মাস্ট। এই বাড়িতে প্রতি অমাবস্যায় প্রতিষ্ঠিত মা দক্ষিণাকালীকে ভোগ দেওয়া হয় এবং দীপাবলিতে খুব ধুমধাম করেই পুজো হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.