কাঞ্চন-শ্রীময়ীর ঘরোয়া বৌভাত। ছবি- Birdlens Creation
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার শাস্ত্রমতে সাত পাকে বাঁধা পড়েন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল তাঁদের বিয়ের নানা মুহূর্তের ছবি ও ভিডিও। সোমবার হয়ে গেল তাঁদের ঘরোয়া বৌভাত। লাল রঙের পাঞ্জাবিতে সেজে শ্রীময়ীর ভাত কাপড়ের দায়িত্ব নিলেন কাঞ্চন। শ্রীময়ীর পরনেও দেখা গেল লাল রঙের বাহারি শাড়ি।
তা কী কী ছিল কাঞ্চন-শ্রীময়ীর বৌভাতের অনুষ্ঠানে?
কাঁসার থালায় সুন্দর করে সাজানো নতুন বউয়ের মেনু। রয়েছে সুক্তো, তিনরকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, তিনরকম মাছ, চাটনি, রসগোল্লা, পায়েস।
শনিবার গোধূলি লগ্নে সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী। ছাদনতলা থেকে নবদম্পতির বিয়ের রোম্যান্টিক সব ছবি-ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। কনে শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) পরনে লাল টুকটুকে বেনারসি আর রং মিলান্তি পোশাকে কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)।
নাচ-গান, আড্ডা, রোম্যান্সে জমজমাট কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে। বিয়ের পর খাবার প্লেট হাতে ধরে অভিনেতার নাচ ইতিমধ্যেই ভাইরাল। কম যান না কনে শ্রীময়ীও। গানের তালে বরের সঙ্গে পাল্লা দিয়ে নেচেছেন। পঞ্চাশোর্ধ্ব তারকা বিধায়কের তৃতীয় বিয়ে নিয়ে চর্চার অন্ত নেই নেটপাড়ায়! তবে সেসসব কটাক্ষ, আক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে নবদম্পতি মজেছেন বিয়ের আমেজে। ৬ মার্চ কাঞ্চন ও শ্রীময়ীর রিসেপশন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.