ছবি: ব্রতীন কুণ্ডু
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ কবে কলকাতায় এসেছেন নিজেই মনে করতে পারলেন না। তবে আচমকাই বৃষ্টি মাথায় নিয়ে শহরে হাজির হলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ল্যাভেন্ডার রঙের চুড়িদার পরেছিলেন অভিনেত্রী। তাতেই রূপ যেন ঠিকরে পড়ছিল।
মেঘলা দিনে শহরে ক্যাটরিনা! ব্যাপার কী? প্রশ্নের উত্তর একটাই, শোরুমের উদ্বোধন। এক গয়না প্রস্তুতকারক সংস্থার ভিআইপি রোড এবং গড়িয়াহাটের শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করতেই বলিউড সুন্দরীর কলকাতায় আসা। হালকা বৃষ্টির মধ্যেই শোরুমের সামনে এসে দাঁড়ায় অভিনেত্রীর গাড়ি। বাইরে তখন প্রবল উন্মাদনা। বৃষ্টি মাথায় নিয়েই অভিনেত্রীকে দেখতে এসেছিলেন অনুরাগীরা। ছিল সংবাদমাধ্যমের ভিড়। ‘ক্যাটরিনা… ক্যাটরিনা…’ চিৎকার শোনা যেতে থাকে।
এমন পরিস্থিতেই গাড়ি থেকে নামেন ক্যাটরিনা। অভিনেত্রীর মাথায় ছাতা ধরা হয়। সেই অবস্থাতেই হাসি মুখে শোরুমের ভিতরে চলে যান। তারপর মঞ্চেও আসেন ক্যাটরিনা। সেখানে সঞ্চালিকার সঙ্গে কথা বলেন। যাবার পথে সংবাদমাধ্যমের কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এখানে আসতে সত্যিই ভাল লাগে। দারুণ সুন্দর একটা শহর। বহুদিন বাদে এখানে এসে খুবই ভাল লাগছে।”
আগামীদের ‘টাইগার ৩’ সিনেমায় দেখা যাবে ক্যাটরিনাকে। সলমন খানের পাশাপাশে এ ছবিতে নায়িকাকেও দুরন্ত অ্যাকশনের মেজাজে দেখা যাবে। শনিবারই প্রকাশ্যে এসেছে ছবির নতুন পোস্টারে। আসন্ন দিওয়ালিতেই হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘যশরাজ ফিল্মস’-এর এই ছবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.