Advertisement
Advertisement
Khadaan

‘শুনলাম শাহরুখ খানের সঙ্গে সিনেমা করছ?’, যিশুকে ফোন দেবের, তার পর…

কোন সিনেমার কথা বলতে চাইলেন দেব?

Khadaan: Dev asked Jisshu Sengupta, 'Are you working with Shah Rukh Khan?'
Published by: Suparna Majumder
  • Posted:November 26, 2024 11:21 am
  • Updated:November 26, 2024 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেব-যিশুর ফোনালাপের পালা আজকাল সবার সামনেই চলছে। মেদিনীপুরের এক অনুষ্ঠানে গিয়ে মঞ্চ থেকে সটান দেবকে ফোন করেছিলেন যিশু। এবার দেবের পালা। সাংবাদিকদের সামনেই ‘খাদান’ (Khadaan)-এর সহ-অভিনেতাকে ফোন করলেন অভিনেতা-প্রযোজক। তার পরই প্রশ্ন, “শুনলাম শাহরুখ খানের সঙ্গে সিনেমা করছ?”

Dev Jisshu

কানাঘুষো বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। রটনা, শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় দেখা যেতে পারে যিশু সেনগুপ্তকে। সেই জল্পনাতেই যেন ঘি ঢাললেন দেব। ‘খাদান’ সিনেমার প্রচারের ফাঁকেই ফোন স্পিকারে দিয়ে যিশুকে ফোন করলেন সুপারস্টার। সাংবাদিকদের সামনেই জানতে চাইলেন, “শুনলাম শাহরুখ খানের সঙ্গে সিনেমা করছ?” জল্পনা জিইয়ে রেখেই দেবের প্রশ্নের উত্তর দিলেন যিশু। বললেন, “সে তো আমিও শুনলাম।”

যিশুর উত্তর শেষ হতে না হতেই দেবের পালটা প্রশ্ন, “কনফার্ম নয়?” যিশুর জবাব, “আমি অন্তত জানি না। আমি হয়তো…।” কথা শেষ হওয়ার আগেই দেব বলে উঠলেন, “ওহ! রাত্রিবেলা ফোন করছি। এগুলো মিডিয়া জেনে নিলে আবার নিউজ করবে।” আলোচনা ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছে দেখে ফোনের স্পিকার অফ করে দেন দেব। হাসতে হাসতে যিশুকে জানান, রাতে তাঁর সঙ্গে আবার কথা বলবেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

ডিভোর্স জল্পনায় জেরবার হয়েও যখনই সুযোগ পাচ্ছেন ‘খাদান’ সিনেমার প্রচার করছেন যিশু। তবে প্রচারের সিংহভাগ দায়িত্ব দেবের কাঁধেই। এই ছবিতে বহুদিন পর দেবকে অ্যাকশনের মেজাজে দেখা যাবে। তাঁর সঙ্গী হিসেবেই যিশুকে দেখা যাচ্ছে। বড়দিনের ঠিক আগে, ২০ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘খাদান’। দেব-যিশু ছাড়াও সুজিত রিনো দত্ত পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন বরখা বিশত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতা। ইতিমধ্যেই ছবির দুটি গান প্রকাশ্যে এসেছে। ‘রাজার রাজা’র পাশাপাশি ‘হায় রে বিয়ে’ও দর্শকদের প্রশংসা পেয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement