সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায়শই বোল্ড পোশাক পরার জন্যে চর্চার শিরোনামে বিরাজ করেন খুশি মুখোপাধ্যায়। আদতে কলকাতার কন্যা। মুম্বইতে পড়তে গিয়েই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে পরিচয়। ধারাবাহিক, সিনেমায় ছোটখাট পার্শ্বচরিত্রে অভিনয় করলেও পরিচিত পান রিয়ালিটি শো ‘স্পিটস ভিলা’র দৌলতেই। আর সেই মডেল-অভিনেত্রীকে নিয়েই বর্তমানে তটস্থ মুম্বইয়ের পাপারাজ্জি থেকে টেলিপর্দার অভিনেত্রীরা। কেন? কারণ যখন-তখন রাস্তাঘাটে অন্তর্বাস ছাড়া বেরিয়ে পড়ছেন খুশি! আবার কখনও বা তাঁর শরীরে কাপড়ের বালাই নেই! খুশির এহেন কর্মকান্ডে রীতিমতো গর্জে উঠেছেন মুম্বইয়ে ছোট পর্দার একাধিক নায়িকা। তাঁর বোল্ড সাজপোশাক নিয়ে একেবারে গেল-গেল রব! এহেন চর্চার মাঝেই এবার হনুমান চালিসা পাঠ করে পোশাক ফতোয়ার বিরুদ্ধে নিজের মতামত ব্যক্ত করলেন খুশি মুখোপাধ্যায়।
সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন মডেল-অভিনেত্রী (Khushi Mukherjee)। সেখানেই দেখা গেল, পরনে তাঁর পশ্চিমী পোশাক। করজোরে একমনে হনুমান চালিশা পাঠ করছেন খুশি। আর সেই ভিডিও শেয়ার করেই নিন্দুকদের উদ্দেশে তাঁর বার্তা, “খোলামেলা পোশাক পরি মানেই আমি আমার সংস্কৃতিটাকে ভুলে যাইনি। আমি একজন গর্বিত বাঙালি ব্রাহ্মণ। আর আমি জানি, এই হনুমান চালিশা পাঠ করার পরেও কিছু তথাকথিত প্রভাবশালী কিংবা অভিনেতারা আমাকে কটাক্ষ করবেন। আবারও ট্রোলের শিকার হব আমি। তবে এই ভিডিও আমার সমর্থকদের জন্য।”
প্রসঙ্গত, দিন দুয়েক আগেই প্যান্টি ছাড়া কোমর পর্যন্ত চেরা এক পোশাক পরে বেরিয়ে ফটোশিকারিদের লেন্সবন্দি হয়েছিলেন খুশি মুখোপাধ্যায়। এক ক্যাফের বাইরে দাঁড়িয়ে যখন পোজ দিচ্ছিলেন, তখন হাওয়ায় তাঁর পোশাক বেসামাল হয়ে গোপানাঙ্গ দেখার জোগাড় হয়েছিল! সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ভাইরাল হতেই রে-রে করে ওঠেন ইন্ডাস্ট্রির একাংশ। লাগাতার সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। এবার হনুমান চালিশা পাঠ করে কি সেই বিতর্কেই ‘ড্যামেজ কন্ট্রোলে’র চেষ্টা করলেন খুশি? উঠেছে প্রশ্ন।
View this post on Instagram
জানা গিয়েছে, খুশি মুখোপাধ্যায়ের জন্ম কলকাতায়। বয়স প্রায় ২৯ বছর। স্নাতক স্তর অবধি পড়েছেন মুম্বইতে। কলেজে পড়ার সময়েই হিন্দি বিনোদুনিয়ায় পা রাখেন। যদিও প্রথম ছবি পান দক্ষিণী ইন্ডাস্ট্রিতে, সেটা ২০১৩ সালে। তবে সেভাবে ছাপ ফেলতে পারেননি। তার পর বেশ কিছু হিন্দি ছবিতে ছোট ছোট চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু নজর কাড়তে পারেননি। পরে পরিচিতি পান রিয়ালিটি শোয়ের দৌলতে। কিন্তু এত স্ট্রাগল সত্ত্বেও মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছুতেই পায়ের তলার মাটি শক্ত করতে পারছেন না খুশি। তাই কি স্বল্পবাসে ধরা দিয়ে চর্চার শিরোনামে থাকতে চাইছেন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.