Advertisement
Advertisement
Kolkata Events

‘ছোট প্রাণ ছোট ব্যথা’, রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে জ্ঞান মঞ্চে বসছে চাঁদের হাট

উপরি পাওনা হিসেবে থাকছে রবীন্দ্রসঙ্গীতও।

Kolkata celebrates Tagore's short story Choto pran Choto byatha
Published by: Sandipta Bhanja
  • Posted:May 17, 2025 11:55 am
  • Updated:May 17, 2025 11:56 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটগল্প রচনা প্রসঙ্গে রবীন্দ্রনাথ নিজের সম্পর্কেই করে গিয়েছেন, সহজ এবং সাবলীল এক স্বীকারোক্তি- ‘আমি প্রথমে কেবল কবিতাই লিখতুম, গল্পে-টল্পে বড় হাত দিই নাই, মাঝে একদিন বাবা ডেকে বললেন, তোমাকে জমিদারির বিষয়কর্ম দেখতে হবে।’ আমি তো অবাক; আমি কবি মানুষ, পদ্য-টদ্য লিখি, আমি এসবের কী বুঝি? কিন্তু বাবা বললেন, ‘তা হবে না, তোমাকে এ কাজ করতে হবে।’ কী করি? বাবার হুকুম, কাজেই বেরুতে হলো। এই জমিদারি দেখা উপলক্ষে নানা রকমের লোকের সঙ্গে মেশার সুযোগ হয় এবং এ থেকেই আমার গল্প লেখারও শুরু হয়।’ পরবর্তী অধ্যায়ের সাক্ষী বাংলা সাহিত্যজগৎ।

Advertisement

রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যে নিজেকে দাঁড় করিয়েছিলেন একটি প্রতিষ্ঠান হিসেবে। বাঙালির চিরায়ত ভক্তিরসে নিষিক্ত ছিলেন তিনি, ছিলেন মানবতাবাদী। তাঁর সৃষ্টির মধ্য দিয়ে দিয়ে তিনি মানুষের অন্দর জগৎকে যেমন নাড়া দিয়েছেন, তেমনই তাঁর হাত ধরেই বাংলা সাহিত্য বিশ্বসাহিত্যের উঠোনে পা রেখেছে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার। ছোটগল্পকে গণমুখী ও গণমানুষের ভেতরে নেওয়ার একক কৃতিত্ব তাঁর।

এই সব কিছু নিয়েই আগামী ২১শে মে, অ্যাডভার্টাইজিং ক্লাব কলকাতা, সময়চারী এবং এসপিক্রাফটের সৌজন্যে জ্ঞান মঞ্চে সন্ধ্যা ৭টা থেকে উপস্থাপিত হবে ‘ছোট প্রাণ ছোট ব্যথা’। রবীন্দ্রনাথের বিভিন্ন ছোট গল্পের নির্বাচিত অংশ পাঠ করবেন সোহাগ সেন, বিজয়লক্ষ্মী বর্মণ, চৈতি ঘোষাল, শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়, রুবাই মাইতি, সুতীর্থ বেদজ্ঞ এবং সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথের গান করবেন শবনম মেঘালী (শান্তিনিকেতন)। জীবিত ও মৃত, বদনাম, নষ্টনীড়, মধ্যবর্তিনী, স্ত্রীর পত্র, রবিবার এবং মুসলমানীর গল্প- মূলত এই গল্পগুলির নির্বাচিত অংশ পাঠ করা হবে এই অনুষ্ঠানে। শবনম গাইবেন, ‘কেহ কারো মন বুঝে না’, ‘বাঁধন ছেঁড়ার সাধন হবে’, ‘আমার মুক্তি আলোয় আলোয়’ প্রভৃতি গান। সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় জানালেন,”রবীন্দ্র সৃষ্টির এ এক অন্য দিক। যা নিয়ে খুব যে আলোচনা বা অনুষ্ঠান হয় তা নয়। কিন্তু ছোটো গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে অগ্রগণ্য।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ