ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সোশাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল হয় একটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে বাংলা বিনোদুনিয়ার দুই গঙ্গোপাধ্যায়কে। একজন হলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অন্যজন ইন্ডাস্ট্রির ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর তাঁদের দু’জনের ছবি দেখে সিংহভাগ ধারণা করছেন নতুন কিছু আসতে চলেছে আবারও দর্শকের দরবারে। উল্লেখ্যগত আগস্টেই মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। বহু অপেক্ষার পর সেই ছবি মুক্তি পাওয়ার একমাসের মাথাতেই পরিচালক ও নায়িকার ছবি দেখে চলছে জোর জল্পনা।
এপ্রসঙ্গে যা না বললেই নয় তা হল শুভশ্রীর হাসি। রাজঘরনির দিলখোলা হাসি সম্পর্কে প্রায় সকলেই জানেন। আর সেই ছবিই যেন আরও একবার ধরা পড়ল সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে। নায়িকা হেসে খুন আর পরিচালক হাতে একটি ছোরা নিয়ে রয়েছেন। তাঁর মুখেও চওড়া হাসি। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নায়িকা ক্যাপশনে লিখেছেন, ‘হাসতে হাসতে খুন করে দেব।’ ঠিক কী অর্থ বহন করছে এই ছবি? কী রয়েছে এর নেপথ্যে তা নিয়ে বলতে গিয়ে ইতিমধ্যেই সংবাদমাধ্যমকে পরিচালক বলেছেন, এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন তাঁরা। আর সেখানেই নাকি এই ছবি তোলা।
View this post on Instagram
এই ছবির পিছনে আর কোনও রহস্য রয়েছে কিনা তা একেবারেই খোলসা করেননি পরিচালক বা নায়িকা কেউই। তবে কানাঘুষো শোনা যাচ্ছে যে, নতুন কাজ নিয়ে নাকি বেশ জোরাল আলচনা চলছে। সেই ছবি নিয়েই নাকি চলছে জোরকদমে পরিকল্পনা। যাকে বলে ‘সামথিং ইজ কুকিং’। তবে সবটাই রয়েছে একেবারে প্রাথমিক পর্যায়ে তাই তা নিয়ে খুব বেশি মুখ খুলতে নারাজ দু’জনেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.