Advertisement
Advertisement

Breaking News

De De Pyaar De 2

বুডঢা মিল গ্যায়া! ‘দে দে প্যায়ার দে ২’ ট্রেলারে নজর কাড়ল রাকুল-অজয়ের সম্পর্কের মজাদার সমীকরণ

কবে মুক্তি পাবে এই ছবি?

Madhavan bristles at son-in-law Ajay Devgn in De De Pyaar De 2 trailer
Published by: Arani Bhattacharya
  • Posted:October 15, 2025 10:27 am
  • Updated:October 15, 2025 3:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালটা অজয় দেবগণের জন্যও ভরপুর সিক্যুয়েলের বছর বলা যায়। কারণ তাঁর একের পর এক ছবির সিক্যুয়েল মুক্তি পেয়েছে এবং পাবে। একদিকে যেমন অজয়ের ‘রেড ২’ চূড়ান্ত সাফল্য পেয়েছে ঠিক তেমনই তার পাশাপাশি প্রকাশ্যে এসেছে তাঁর আগামী আরও এক ছবির সিক্যুয়েল ‘দে দে প্যায়ার দে ২’-এর ট্রেলার। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ঠিক সেখান থেকেই শুরু হবে যেখানে শেষ হয়েছিল। মঙ্গলবার এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকে দর্শকের মনে উন্মাদনার পারদ বেশ খানিকটা বেড়েছে।

Advertisement

ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে, রাকুল প্রীত সিং অভিনীত চরিত্র আয়েশা তার মা-বাবার সঙ্গে তার প্রেমিকের আলাপ করাচ্ছে। মা এবং বাবার চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে গৌতমী কাপুর এবং আর মাধবন। রাকুল অভিনীত চরিত্রকে দেখা যাচ্ছে প্রেমিকের পরিচয় দিতে গিয়ে বলতে যে সে তার থেকে বেশ কয়েকবছরের বড় এবং ডিভোর্সি। মেয়ের প্রেমিকের বয়স প্রায় তাঁদের নিজেদের বয়সের সমান এমনটা জেনেও তাঁরা নিশ্চিন্তই থাকে। কিন্তু গোল বাঁধে যখন মেয়ের প্রেমিকের সঙ্গে দেখা করে তাঁরা। অর্থাৎ মাধবন ও গৌতমী অভিনীত চরিত্র।

প্রেমিকার মা-বাবার সঙ্গে করা একের পর এক পদক্ষেপে জর্জরিত হয়ে ওঠে আয়েশা ও আশিসের সম্পর্ক। শেষ অবধি কী হবে তা তো ছবিই বলবে। ছবিতে দেহা যাবে অজয় দেবগণ ও জাভেদ জাফরির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুর সম্পর্ক যত জটিল হয়েছে তত তাঁকে সাহস জুগিয়ে গিয়েছে জাভেদ জাফরি অভিনীত চরিত্রটি। অংশুল শর্মা পরিচালিত হাসি-মজা ও সবরকম উপাদানে ভরপুর এই ছবি মুক্তি পাবে বড় পর্দায় আগামী ১৪ নভেম্বর।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ