সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশের নজর এখন গুজরাটের জামনগরে। কেননা, শুক্রবার সকাল থেকেই জামনগরে তারকার মেলা। মুকেশ আম্বানির ছোটছেলে অনন্ত আম্বানির প্রি ওয়েডিং পার্টি যেন তারার দেশ। সেই তারাদের নিয়ে শুক্রবার রাতে জমে উঠল প্রি ওয়াডিং পার্টির প্রথম দিন। মঞ্চে পপ তারকা রিহানার গানে গোটা পার্টিতে ছড়িয়ে পড়ল উন্মাদনা।
সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আম্বানি পরিবারের ছবি। যেখানে দেখা গেল মঞ্চে রিহানার সঙ্গে পা মেলালেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি। মঞ্চে দেখা মিলল, আকাশ, অনন্ত, ইশাকেও। রিহানার গানে রীতিমতো মঞ্চ কাঁপালেন আম্বানি পরিবার।
জানা গিয়েছে, অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানে গান গাওয়ার জন্য পপ গায়িকা রিহানাকে টাকায় মুড়বেন মুকেশ আম্বানি। ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে বলে কথা! বিশ্বের অন্যতম বিগ বাজেট প্রাকবিবাহ অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছে গুজরাটের জামনগর। আর সেখানেই পারফর্ম করার জন্য পপ গায়িকা রিহানা যে পারিশ্রমিক হাঁকিয়ে বসেছেন, তা জানলে ‘থ’ হবেন! বলিউড মাধ্যম সূত্রে খবর, জামনগরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীতে পারফর্ম করার জন্য ৬৬ থেকে ৭৪ কোটি টাকা নিচ্ছেন পপ গায়িকা রিহানা।
Shah Rukh Khan & Gauri Khan enjoying Rihanna’s performance last night at Anant Ambani & Radhika Merchant Pre Wedding Celebrations ♥️✨
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors)
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.