Advertisement
Advertisement

Breaking News

Iman Chakraborty

‘সুরে সুরে কাটুক জীবন’, স্ত্রী ইমনের জন্মদিনে আদুরে শুভেচ্ছা নীলাঞ্জনের

'তোমাকে সারাজীবন ভালবাসবো।' জন্মদিনে ইমনকে বললেন নীলাঞ্জন।

nilanjan chakrabortu wishes on Iman Chakraborty's birthday
Published by: Arani Bhattacharya
  • Posted:September 13, 2025 6:52 pm
  • Updated:September 13, 2025 6:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ সেপ্টেম্বর সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর জন্মদিন। আর তাঁর জীবনের এই বিশেষ দিনে তাঁকে ভালোবাসায় ভরালেন স্বামী নীলাঞ্জন ঘোষ। প্রতিবারের মতোই ইমনের এই বছরের জন্মদিনটাও ভীষণ স্পেশাল করে তুললেন তাঁর কাছের মানুষেরা। ঠিক কীভাবে এবছরের জন্মদিন উদযাপন করলেন ইমন চক্রবর্তী?

Advertisement

রাত বারোটা বাজতে না বাজতেই কেক কেটে নিজের কাছের মানুষদের সঙ্গে এদিনটা প্রতিবছর কাটান ইমন। এবছরও তাঁর মিউজিক অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীদের আনা কেক টেবিলে সাজিয়ে গানের তালিম দেন ইমন। আর এসবের মাঝেই গায়িকাকে ভালোবাসায় মোড়া পোস্ট শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান সুরকার নীলাঞ্জন ঘোষ। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি বার্থডে আমার ভালোবাসা। এই ভাবেই মাঠেঘাটে ঘুরে ঘুরে সুরে সুরে কাটুক জীবন। আমি তোমাকে সারাজীবন ভালবাসবো।’

 

এদিন সকলের সঙ্গে কেক কেটে দিনের শুরু করেন ইমন। তাঁকে সোশাল মিডিয়ায়। স্ত্রীয়ের জন্মদিনের সমস্ত আয়োজন নিজে হাতে করেন নীলাঞ্জন। গায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন নেটপাড়ায় তাঁর অনুরাগীরা। কিছুদিন আগে ইমন তাঁর নতুন হেয়ারস্টাইল নিয়ে একটি মজার ভিডিও পোস্ট করেন। সেখানেই দেখা যায় স্বামী নীলাঞ্জন বেশ খুশি হলেও বাবা বেজায় রেগে গিয়েছেন। আর সেই বিষয় নিয়ে রীতিমতো মজা করছেন তিনি। অন্যদিকে বেশ কিছুদিন আগে সোশাল মিডিয়ায় চাউর হয়েছিল একটি ভুয়ো পোস্ট যে, ইমনকে বেজায় মারধর করেন তাঁর স্বামী নীলাঞ্জন তা নিয়ে বেশ কিছুটা জলঘোলাও হয়। এই ভুয়ো পোস্টের দরুন বেশ সমস্যায় পড়তে হয়েছিল তাঁদের এমনটাও জানিয়েছিলেন তাঁরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ