সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’ দশকের দাম্পত্যে ভাঙন। মাতৃবিয়োগ। যাবতীয় ঝড়-ঝাপটার পর নীলাঞ্জনা শর্মা এখন ব্যক্তিগতজীবনে অনেকটাই থিতু। দুই মেয়ে সারা-জারাকে আঁকড়ে নতুন ইনিংস শুরু করেছেন। পাশাপাশি ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বও সামলাচ্ছেন। গোড়ার দিকে মানসিকভাবে ভেঙে পড়লেও পরিস্থিতির সঙ্গে যুঝে নীলাঞ্জনা বর্তমানে ঘরে-বাইরে ‘বস’। এবার যীশুহীন সংসারে ধুমধাম করে গণেশ পুজো করলেন প্রযোজক তথা প্রাক্তন অভিনেত্রী।
বড়কন্যা সারা এখন কর্মসূত্রে মুম্বই নিবাসী হলেও পুজোর জন্য পর্দার ‘উমা’ বাড়ি ফিরেছেন সম্প্রতি। বোন জারার সঙ্গে কুমোরটুলি থেকে প্রতিমা আনার পাশাপাশি গণপতি আরাধনার আয়োজনেও অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। আর দুই মেয়ের সঙ্গে পুজোর সেই আধ্যাত্মিক মুহূর্তই সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন নীলাঞ্জনা। গণপতির ধুতির সঙ্গে রং মিলান্তি করে হলুদ পোশাকে সেজেছিলেন সারা-জারা এবং তাঁদের মা। ভিডিওতে নজর কাড়ল রকমারি ফুলে সাজানো পুজোর আসর। কখনও নারকেল ফাটিয়ে পুজোর শুভসূচনা করতে দেখা গেল নীলাঞ্জনাকে আবার কখনও বা ভক্তিভরে গজাননের আরতি করলেন দুই মেয়ে সারা-জারা। গণপতির আরাধনায় কোনওরকম খামতি রাখেননি তাঁরা। রূপোর থালায় সাজিয়ে দিয়েছেন পঞ্চব্যঞ্জনের ভোগ। আসরে দেখা গেল তাঁদের আদরের পোষ্যকেও। পুজোয় অংশ নেন নীলাঞ্জনার বাবাও। যিশুহীন সংসারে দুই মেয়েকে নিয়েই জমজমাট গণেশ পুজোর আয়োজন করেছেন নীলাঞ্জনা শর্মা। বিদায়ী লগ্নে গণপতির কানে ‘আসছে বছর আবার আসার’ আমন্ত্রণও জানাতে দেখা গেল তাঁদের। বাড়িতেই অস্থায়ী পুলে গণপতিকে বিসর্জন দিলেন ত্রিমূর্তি।
View this post on Instagram
অন্যদিকে যিশু ব্যস্ত তাঁর প্রযোজনা সংস্থার পরিচালনার কাজে। সম্প্রতি তাঁর পরিচালিত পুজোর মিউজিক ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে দর্শনা বণিক, রাহুল মজুমদার এবং ইন্দ্রাশিস রায়কে। পাশাপাশি ইমরান হাসমির সঙ্গে একটি বিজ্ঞাপনী ভিডিও শুট করছেন বর্তমানে যিশু।
গতবছর থেকেই যিশু-নীলাঞ্জনার দাম্পত্য ভাঙার গুঞ্জন টলিপাড়ায়। যদিও নিজমুখে এই বিষয়ে তাঁরা কেউ এযাবৎকাল কোনও মন্তব্য করেননি। তবে সারা-জারাই যে এখন নীলাঞ্জনার একমাত্র ধ্যানজ্ঞান, সেটা তাঁর সোশাল মিডিয়ায় চোখ রাখলেই বেশ বোঝা যায়। ‘আদর্শ দম্পতি’র উদাহরণ তৈরি করেও একছাদের তলায় আর থাকেন না তাঁরা। এমন খবরে মন ভেঙেছিল অনুরাগীদেরও। ডিভোর্সের গুঞ্জনের মাস খানেকের ব্যবধানে বড় মেয়ে সারা সেনগুপ্তও যিশুর থেকে দূরত্ব বাড়িয়েছেন। টলিউডের একসময়কার ‘হাসিখুশি’ দম্পতি বর্তমানে যে যার নিজের মতো করে জীবনে এগিয়ে চলেছেন। কথাতেই বলে, সময় সব ক্ষততে মলমের প্রলেপ দিয়ে দেয়। সম্ভবত যিশু-নীলাঞ্জনার ক্ষেত্রেও তাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.