Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

হচ্ছে না শাহরুখের দিওয়ালি পার্টি! আলোর উৎসব থেকে ব্রাত্য মন্নত

প্রতি বছর শাহরুখের মন্নতে দিওয়ালি পার্টিতে বসে চাঁদের হাট।

No Diwali party at Mannat this year; Shah Rukh Khan skips celebration
Published by: Arani Bhattacharya
  • Posted:October 17, 2025 5:24 pm
  • Updated:October 17, 2025 5:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির আলোর রোশনাইয়ে দর্শক-অনুরাগীদের মন পড়ে থাকে শাহরুখের বিলাসবহুল বাংলো মন্নতে। প্রতিবছর দীপাবলিতে বিশেষ পার্টির আয়োজন করেন কিং খান। সে পার্টিতে প্রতি বছর বসে চাঁদের হাট। যদিও ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে জেলে যাওয়ার পর সেই বছর মন্নতে কোন উদযাপন হয়নি দীপাবলীতে। তবে সময়ের চাকা ঘুরে এখন আরিয়ান নিজে একজন সফল পরিচালক। সেই সাফল্যের পর এই বছর শাহরুখের ‘দিওয়ালি পার্টি’ কি সেই জাঁকজমকেই হতে চলেছে এমন প্রশ্ন ঘোরাফেরা করছে অনেকের মনেই। এই নিয়ে এবার মুখ খুললেন শাহরুখের আপ্তসহায়ক পূজা দাদলানি।

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যমে পূজা জানিয়েছেন, এইবছর এই উৎসবের মরশুমে কোনওরকম দিওয়ালি পার্টির আয়োজন করছেন না শাহরুখ। এই মুহূর্তে যেহেতু মন্নতে মেরামতির কাজ চলছে সেহেতু মন্নত ছেড়ে অন্যত্র পরিবার নিয়ে থাকছেন তিনি। আর সেই কারণেই এই বছর দিওয়ালি পার্টি থেকে ব্রাত্য শাহরুখের স্বপ্নের মন্নত। আসলে স্বপ্নের বাংলো ৬ তলার মন্নতের কলেবর আরও বাড়ানোর পরিকল্পনা করেছেন শাহরুখ-গৌরী। ইতিমধ্যেই শুরু হয়েছে মন্নত সারাইয়ের কাজ। আর সেজন্যই পালি হিলসের বাংলোয় চলে গিয়েছেন শাহরুখ খান। সাড়ে ১০ হাজার বর্গফুটের সেই বাংলোর অন্দরমহলও নাকি চোখধাঁধানো। ১৯১৪ সালে তৈরি মন্নত মুম্বইয়ের হেরিটেজ বিল্ডিং। মন্নতকে আট তলা করে গৃহসজ্জা বাড়াচ্ছেন তাঁরা। যার খরচ পড়বে আনুমানিক ২২৫ কোটি টাকা।

এমনিতে এই বছরটা বেশ ভাল যাচ্ছে শাহরুখের। ৩৩ বছরের অভিনয় জীবনে এই বছর প্রথম জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। অন্যদিকে ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজের হাত ধরে বলিউডে পরিচালকের ভূমিকায় অভিষেক হয়েছে আরিয়ানের। অন্যদিকে মেয়ে সুহানাও অভিনয় করছেন তাঁর নতুন ছবি ‘কিং’এ। সবমিলিয়ে শাহরুখের এই বছরটা বেশ ভালোই কাটছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ