Advertisement
Advertisement

Breaking News

Nushrratt Bharuccha

সিনেমায় কন্ডোম বিক্রেতার চরিত্র করে কটাক্ষের শিকার নুসরত, দিলেন মোক্ষম জবাব

ভিডিও আপলোড করে নিজের বক্তব্য জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।

Nushrratt Bharuccha gave befitting reply to trolls | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 6, 2022 7:32 pm
  • Updated:May 6, 2022 7:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কন্ডোম বিক্রি নিয়ে তৈরি সিনেমার প্রচার করতে গিয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী নুসরত ভারুচা (Nushrratt Bharuccha)। তবে দমে যাওয়ার পাত্রী তিনি নন। ভিডিও আপলোড করে দিলেন মোক্ষম জবাব। 

Advertisement

Nushrratt Bharuccha 1

১০ জুন মুক্তি পাবে নুসরত অভিনীত ছবি ‘জনহিত মে জারি’। রাজ শান্ডিল্যের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন জয় বসন্তু সিং। ছবিতে নীতির ভূমিকায় অভিনয় করেছেন নুসরত। কন্ডোম বিক্রি করার চাকরি পায় নীতি। কিন্তু দরকারি এই জিনিসটি বিক্রি করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হতে হয় তাঁকে। এমনকী সংসার করাও দায় হয়ে যায়। কিন্তু নীতি হাল ছাড়ে না। নিজের কাজের গুরুত্ব সকলকে বুঝিয়েই ছাড়ে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ভাঙের পাঁপড় খেয়ে কী করেছিলেন অমিতাভ? বিগ বি’র সঙ্গে শুটিংয়ের ফাঁকে জানালেন অম্বরীশ ]

এমন এক বিষয়বস্তু নিয়ে তৈরি সিনেমার প্রচার করতে গিয়ে কিছু ছবি আপলোড করেন নুসরত। তাতেই কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। কেউ নুসরতকে এক রাতের জন্য যৌনতায় লিপ্ত হওয়ার প্রস্তাব দেন, কেউ আবার প্রশ্ন করেন কোন ফ্লেভার অভিনেত্রীর পছন্দ? এমন অনেক অশালীন মন্তব্যে ভরে যায় অভিনেত্রীর কমেন্ট বক্স। 

Nushrratt Bharuccha trolled

এমন মন্তব্যের কোনও প্রতিক্রিয়া সাধারণ তারকারা দেন না। তবে নুসরত দমে যাওয়ার পাত্রী নন। ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইলে পালটা একটি ভিডিও আপলোড করেন অভিনেত্রী। সেখানে জানান, সাধারণত তাঁর পোস্টে ভাল মন্তব্যই করা হয়। কিন্তু সিনেমা সংক্রান্ত ছবি পোস্ট করার পর থেকেই কুমন্তব্য করা হচ্ছে। এমন মন্তব্যের স্ক্রিনশটই ভিডিওর শেষে শেয়ার করেন নুসরত। এভাবেই যেন অশালীন মন্তব্য করা মানুষদের আয়না দেখালেন অভিনেত্রী। আবার কিছু না বলেও সমস্ত কটাক্ষের জবাব দিয়ে দেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: জমিদারের ভূমিকায় ঋত্বিক, নারীবেশে জয়, চমক ইন্দ্রনীলেরও, প্রকাশ্যে ‘পরিচয় গুপ্ত’র ফার্স্ট লুক]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ