Advertisement
Advertisement
Nusrat Jahan

যশের পর এবার বলিউডে নুসরত! হিন্দি সিনেমায় অভিনয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

বলিউড ছবিতে নুসরতের নায়ক কে?

Nusrat Jahan on bollywood debut| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 30, 2023 9:39 am
  • Updated:September 30, 2023 9:40 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন হল নুসরত জাহানের কোনও ছবিই মুক্তি পায়নি। এবার পুজোয় বেশ কয়েকটা বাংলা ছবির ভিড়েও নুসরত প্রায় নেই। তবে খবরে কিন্তু আছেন নুসরত। ফ্ল্যাট দুর্নীতি বিতর্কে বার বারই খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী ও সাংসদ। অন্যদিকে, নুসরতের স্বামী যশ দাশগুপ্ত কিন্তু বলিউডের মাটিতে পা দিলেন। তাঁকে দেখা যাবে নতুন ছবি ‘ইয়ারিয়া ২’ তে। যশের পরে এবার কি তাহলে নুসরত যাচ্ছেন বলিউডে?

Advertisement

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে নুসরতকে এক অনুরাগী জিজ্ঞাসা করেন, যশের পর আপনিও কি বলিউডে পাড়ি দিচ্ছেন? হালকা হেসে নুসরত জানান, ”শুনেই ভাল লাগছে। তবে আমার মনে হচ্ছে, আগে আমাকে দীপিকার থেকে অনুমতি নিতে হবে। তার পর ছবিটা হবে।”

[আরও পড়ুন: ভারতের বিজ্ঞানীদের জয়গাথা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’, কেমন অভিনয় করলেন নানা পাটেকর?]

শুক্রবার ডলি জৈনের সঙ্গে বিশেষ শুটের মাঝেই ইনস্টাগ্রামে AskMe সেশন করেন সাংসদ অভিনেত্রী। যেখানে অনুরাগীদের সরাসরি প্রশ্ন করার রাস্তা খুলে দেন তিনি। আর সেই পর্বেই তাঁর জীবন নিয়ে ভক্তদের একের পর এক কৌতূহল মেটালেন নুসরত।

[আরও পড়ুন: হইচইয়ে আসছে একগুচ্ছ নতুন গল্প, কেমন হবে দেবশ্রী-চিরঞ্জিৎ-মিমির ওয়েব ডেবিউ?]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ