Advertisement
Advertisement

Breaking News

Manush First Look

উসকো খুশকো চুল, হাতে বন্দুক, ‘মানুষ’ ছবির ফার্স্টলুকে যেন ‘অ্যাংরি ইয়াং ম্যান’ জিৎ

সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিয়েই নতুন ছবিটি শেয়ার করেছেন তারকা।

On the occasion of Ganesh Chaturthi Jeet Unveils the First Look of 'Manush' | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 19, 2023 7:07 pm
  • Updated:September 19, 2023 7:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিয়েই নতুন ছবি ‘মানুষ’-এর ফার্স্টলুক শেয়ার করলেন জিৎ (Actor Jeet)। উসকো খুশকো চুল, হাতে বন্দুক নিয়ে যেন ‘অ্যাংরি ইয়াং ম্যান’-এর মেজাজে তারকা। তবে প্রতিশোধের গল্প নয় ‘মানুষ’। এমনটাই জানিয়েছেন পোস্টারের ক্যাপশনে।

Advertisement

Manush

বাংলা ইন্ডাস্ট্রিতে ২১টি বসন্ত পার করে ফেলেছেন জিৎ। গত দু-দশকের ফিল্মি কেরিয়ারে চড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছেন। এখন কোনওরকম আপস না করেই জিৎ নিজের শর্তে সিনেমা রিলিজ করেন টলিউড তারকা। এর আগে সারা ভারতে মুক্তি পেয়েছিল জিতের ‘চেঙ্গিজ’। এবার ‘মানুষ’-এর ক্ষেত্রে তা হবে কি? প্রশ্নের উত্তর জানা যাবে ২৪ নভেম্বর। সেদিনই সিনেমা হলে মুক্তি পাবে ‘মানুষ’।

[আরও পড়ুন: ‘উড়ছে, ছুটছে, মারছে’, ‘রক্তবীজ’-এ দুর্ধর্ষ আইপিএস অফিসার হয়ে চমক আবিরের]

‘সাথী’র পর থেকেই টলিউডের ‘বস’ হয়ে উঠেছেন জিৎ। হরনাথ চক্রবর্তী পরিচালিত রোম্যান্টিক ছবি টানা ২৫ সপ্তাহ হাউজফুল শো উপহার দিয়েছিল। ফিল্মি কেরিয়ারের গোড়াতেই সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিলেন জিৎ। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তারকাকে।

 Jeet

গত ২ দশকে পঞ্চাশেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন জিৎ। যার মধ্যে কুড়িটির বেশি ব্লকবাস্টার এবং একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন টলি পর্দার ‘বস’। প্রতিবার জিতের সিনেমা মানেই তাঁর অনুরাগীদের কাছে উৎসবের আবহ। এবার ‘মানুষ’ সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে দেখা যেতে পারে তারকাকে। ছবি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জীতু কমল, সুস্মিতা চট্টোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী।

[আরও পড়ুন: জাতীয় পুরস্কার পাকা! ‘পালান’-এর ট্রেলার দেখে মত নেটিজেনদের, উত্তর দিলেন পাওলি]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ