ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটদুনিয়ার নীতিপুলিশদের মতে, কান-এ গিয়ে ‘নাক কাটিয়েছেন’ উর্বশী রাওতেলা! নিন্দুকদের আতসকাচে কখনও ধরা পড়ে মডেল-অভিনেত্রীর চড়া মেকআপ। আবার কখনও বা চর্চার বিষয় হয়ে ওঠে তাঁর কাকাতুয়া কিংবা সোনা-হিরের বিকিনি ব্যাগ। অভিনব সাজপোশাকে ধরা দিতে গিয়ে কখন নিজেই ‘ঠাট্টার পাত্রী’ হয়ে উঠেছিলেন, সেদিকে নিজেরই ভ্রুক্ষেপ ছিল না! উর্বশীর কান সফর নিয়ে নেটপাড়াতেও ট্রো-মিমের অন্ত নেই। এবার নিন্দুকদের একহাত নিয়ে তাঁর মন্তব্য, “টাকা খাইয়ে ট্রোল করে আমাকে দমানো যাবে না।”
বিতর্ক, সমালোচনা যেন উর্বশী রাউতেলার সমার্থক। একে-অপরের হাত ধরাধরি করে চলে! মডেল-অভিনেত্রীর কর্মকাণ্ডের জেরে কিছুতেই পিছু ছাড়ে না ট্রোলিং। বেফাঁস মন্তব্য করে চর্চার শিরোনামে থাকাতেও তাঁর জুড়়ি মেলা ভার। এবার কান ফিল্ম ফেস্টিভ্যালেও গিয়েও বিপাকে উর্বশী। পয়লা দিনে ৪০ কোটির পোশাক পরে ফ্রেঞ্চ রিভেরাঁর লাল গালিচায় এতক্ষণ ধরে পোজ দিচ্ছিলেন, যে তাতে রীতিমতো পশ্চিমী বিনোদুনিয়ার পাপারাজ্জিরাও বিরক্ত হয়ে যান! কটাক্ষের মুখে পড়েও শিক্ষা নেননি। সেই ঘটনার দিন দুয়েক বাদেই আবারও সেই একই ভুল আওড়ান ‘দাবিড়ি আইটেম গার্ল’। সোনা-হিরে খচিত ‘বিকিনি’ ব্যাগ হাতে নাকি এমন দেখনদারি করছিলেন রেড কার্পেটে, যার জন্য দীর্ঘক্ষণ পিছনে দাঁড়ানো অপেক্ষারত হলিউড তারকারাও রীতিমতো বিদ্রুপ করা শুরু করেন। ‘ডায়েট সব্য’ নামে এক বলিউড ইনস্টাগ্রাম পেজ থেকেই ভাইরাল হয়েছিল সেই ভিডিও। এবার চলচ্চিত্র উৎসব শেষ হতেই ঝাঁজালো উত্তর দিলেন উর্বশী রাওতেলা।
ইন্ডাস্ট্রির বহিরাগত হয়েও তিনি যে উচ্চতায় পৌঁছেছেন সেকথা মনে করিয়ে দিয়ে অভিনেত্রীর সোজাসাপটা মন্তব্য, “ডায়েট সব্য নামে এক অনামী ইনস্টা পেজ দাবি করেছে, আমি নাকি রাস্তা আটকে ফটোশুট করছিলাম। কিন্তু সকলের জ্ঞাতার্থে জানাই, আমার টিম আগে থেকে ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিল বাকি সকলের মতো। আর আমি কান-এর সমস্ত নিয়ম মেনেই চলেছি। আর এই ডায়েট সব্য একেবারে সস্তার একটা পেজ। ইন্ডাস্ট্রির বহিরাগত শিল্পী যাঁরা আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করছে, আমার মতো, তাঁদের উদ্দেশে শুধু বিষোদগার করে। আর শুধু ডায়েট সব্য কেন, এরকম ভুয়ো কোনও পেজই টাকা খেয়ে আমাকে ট্রোল করে আমার প্রতিভা দমিয়ে রাখতে পারবে না।”
গত বৃহস্পতিবার কালার্স অফ টাইম (লা ভেন্যু দে ল্যা’ভেনির) স্ক্রিনিংয়ে গিয়েছিলেন উর্বশী রাওতেলা। সেখানেই থিয়েটারের সিঁড়িতে বিছানো লাল কার্পেটে দাঁড়িয়ে বিকিনি ক্লাচ ব্যাগ হাতে একের পর এক পোজ দিয়ে যাচ্ছিলেন ক্যামেরায়। পিছনে যে একাধিক তারকা দাঁড়িয়ে অপেক্ষমান, সেদিকে ভ্রুক্ষেপই নেই উর্বশীর। তিনি মজে ছিলেন নিজের ছন্দে। বেইজ রঙের ফিশকাট গাউনে মৎসকন্যা অবতারে ধরা দেন এদিন উর্বশী। হাতে সোনা, হিরে দিয়ে তৈরি বিকিনি প্যাটার্নের ক্লাচ ব্যাগ। যার দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা। আর সেই ব্যাগ হাতেই পাপারাজ্জিদের উদ্দেশে চুমু ছুড়ে যাচ্ছিলেন। উর্বশীর কীর্তি দেখে যারপরনাই বিরক্ত হয়ে যান পশ্চিমী বিনোদুনিয়ার তারকারা। এমনভাবে সিঁড়ির পথ আটকে ছবি তুলছিলেন যে সেখান দিয়ে কারও যাতায়াত করার মতো জায়গা ছিল না। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত কান-এর কার্পেট থেকে ভাইরাল হতেই কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। এবার সেপ্রসঙ্গেই মুখ খুললেন উর্বশী রাওতেলা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.