Advertisement
Advertisement

Breaking News

Asif Khan

মাত্র ৩৪ বছরে হৃদরোগে আক্রান্ত আসিফ, মৃত্যুমুখ থেকে ফিরলেন ‘পঞ্চায়েত’ অভিনেতা

এখন কেমন আছেন অভিনেতা?

panchayat actor asif khan suffered from heart attack
Published by: Arani Bhattacharya
  • Posted:July 15, 2025 6:41 pm
  • Updated:July 15, 2025 6:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনকে যেন নতুন করে দেখলেন অভিনেতা আসিফ খান। বলা যায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন অভিনেতা। মাত্র ৩৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হন তিনি। রবিবার হঠাৎই আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা আসিফ খান। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শুরু হয় দ্রুত চিকিৎসা। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানা যাচ্ছে। আপাতত আসিফ খানের শারীরিক অবস্থা স্থিতিশীল।

Advertisement

অভিনেতা আসিফ খান অভিনয় করেছেন ‘পঞ্চায়েত’, ‘পাতাললোক’, ‘মির্জাপুর’-এর মতো ওয়েব সিরিজে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ার পর অভিনেতা নিজেই তাঁর সোশাল মিডিয়ায় তাঁর শারীরিক অবস্থার কথা জানান। একটি পোস্টের মাধ্যমে জীবনের এই নতুন হওয়া অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা।

সিলিংয়ের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন,’টানা ৩৬ ঘন্টা এই একই জিনিস দেখতে দেখতে জীবনকে অনুভব করছি। জীবনকে সহজভাবে নেওয়া উচিত নয় কারণ জীবন একটাই। তোমার কাছে যা আছে তার মূল্য দিতে শেখো। তোমার আশেপাশে যাঁরা রয়েছেন তাঁদের সময় দাও। বোঝো জীবনে কে বেশি প্রাধান্য পাওয়ার মতো। এবং তাঁদের যত্নে রাখো। জীবন আমাদের কাছে একটা অমূল্য উপহার।’ 

আরও একটি পোস্টে আসিফ আরও লেখেন, ‘বিগত কিছু ঘন্টা ধরে আমি অসুস্থতার সঙ্গে লড়াই করছি। যে কারণে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। যদিও একটু সুস্থ হয়েছি এখন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। আমি আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাতে চাই আমার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করার জন্য ও আমাকে ভালোবাসা জানানোর জন্য আমি কৃতজ্ঞ। আমি খুব তাড়াতাড়ি জীবনের চেনা ছন্দে ফিরব। ততক্ষণ আমাকে আপনাদের মনের মধ্যে রাখবেন।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ