Advertisement
Advertisement

Breaking News

Parineeti Raghav Wedding

সম্পন্ন বিয়ে, রাঘব-পরিণীতির রিসেপশনের জন্য আলোয় সাজল রাজপ্রাসাদ

রাজকীয় বিয়ের প্রতিটি মুহূর্তের আপডেট রইল এই প্রতিবেদনে।   

Parineeti Chopra and Raghav Chadha Wedding Update: wedding venue lit up, reception to start | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 24, 2023 1:21 pm
  • Updated:September 25, 2023 10:47 am   

অবশেষে ভালোবেসে শুভ পরিণয়। গোধূলি লগ্নে উদয়পুরের লীলা প্যালেসে চার হাত এক হল। ঘনিষ্ঠ মানুষদের সাক্ষী রেখেই পাঞ্জাবি রীতিতে বিয়ে হল। রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার রাজকীয় বিয়ের প্রতিটি মুহূর্তের আপডেট রইল এই প্রতিবেদনে।   

Advertisement

রাত ৮.০০: পরীণিতির ‘বিদাই’য়ে বাজল ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির ‘কবীরা’ গানটি। ফাঁস ভিডিও। 

সন্ধে ৭.৪৭: রাত সাড়ে ৮টার পর থেকেই রিসেপশন। নৈশভোজেও এলাহী আয়োজন। সন্ধে নামতেই আলোর রোশনাইয়ে সেজে উঠল রাজপ্রাসাদ। শুরু পার্টি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

সন্ধে ৭.০০: রাঘব-পরিণীতির বিয়ের আসর থেকে সেজেগুজে ছবি শেয়ার করলেন সানিয়া মির্জা, মনীশ মালহোত্রারা। 

সন্ধে ৭: রাঘব-পরিণীতি এখন অফিশিয়ালি বিবাহিত। শুরু নায়িকার বিদাইয়ের অনুষ্ঠান। শুভেচ্ছার জোয়ারে ভাসছে নবদম্পতি। বর-কনের প্রথম ঝলক দেখার অপেক্ষায় অনুরাগীরা।  

সন্ধে ৬.৩০: মেহেন্দি অনুষ্ঠানে পরিণীতির অদেখা ছবি ফাঁস হল ফ্যান পেজে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

বিকেল ৫.৪৫: শোনা যাচ্ছে, বিয়েতে আইভরি রঙের পোশাক পরেছেন রাঘব ও পরিণীতি। অভিনেত্রীর পোশাক ডিজাইন করেছেন মণীশ মালহোত্রা। এর মধ্যেই আবার লীলা প্যালেসের ভিতরে ফুলে সাজানো একটি লাল গাড়ি দেখা গিয়েছে। সেই গাড়িতেই নাকি অভিনেত্রীর ‘বিদাই’ হবে বলে জানা যাচ্ছে।

car

বিকেল ৪.৪৫: সূত্রের খবর মানলে, রাঘব-পরিণীতির বিয়ের সাত পাকের পর্ব শুরু হয়ে গিয়েছে। পার্ল হোয়াইট থিমে সাজানো হয়েছে বিয়ের আসর। মন্ত্র পাঠের শব্দ বাইরে থেকে শোনা যাচ্ছে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

বেলা ৪.০০: শুরু রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান এমনটাই শোনা গিয়েছে। স্যুইমিং পুলেই নাকি মণ্ডপ সাজানো হয়েছে। 

Mandap

বেলা ৪.০০: বোটে করেই লীলা প্যালেসে হাজির অতিথিরা। আপ নেতা আর বলিউড অভিনেত্রীর  বিয়েতে ইতিমধ্যেই যোগ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, হরভজন সিং, গীতা বসরা, সানিয়া মির্জা, মণীশ মালহোত্রা, ভাগ্যশ্রী। 

Bhagwant

বেলা ৩.০০:  লীলা প্যালেসে রাঘবকে স্বাগত জানানোর প্রস্তুতি জোরকদমে। গোলাপি পাগড়ি পরে সব তদারকি করছেন পরিণীতির ভাই।

Parineeti brother

বেলা ২.৫০:  তাজ লেক প্যালেসে লাল পাগড়ি পরে হাজির ব্যান্ড পার্টি। এখানেই নাকি রাঘব চাড্ডার ‘সেহরাবন্দি’ হয়েছে। এবার শুধু কনে পরিণীতির কাছে পৌঁছানোর পালা।  তাজ লেক প্যালেস থেকে লীলা প্যালেসে রওনা দিয়েছে রাঘবের ‘বারাত’।

Taj-Lake-Palace

দুপুর ১.৪৫:  কনে পরিণীতি নাকি সাজবেন তাঁর পোশাকে। উদয়পুরে পৌঁছে গিয়েছেন মণীশ মালহোত্রা। 

Manish

দুপুর ১.৩০: বন্ধু পরিণীতির বিয়েতে যোগ দিতে উদয়পুরে পৌঁছে গিয়েছেন টেনিস তারকা সানিয়া মির্জা। পৌঁছেছেন হরভজন সিং।  

Sania

দুপুর ১.০০:  সূত্রের খবর মানলে, রাঘব-পরিণীতির সঙ্গীত অনুষ্ঠানে অন্যান্য খাবারের পাশাপাশি নাকি ম্যাগি, ক্যান্ডিফ্লসও রাখা হয়েছিল। অল্প সময়ের মধ্যে মেহেন্দি অনুষ্ঠানও নাকি সেরেছেন পরিণীতি। অভিনেত্রীর হাতে খুবই কম কারুকাজ দেখা গিয়েছে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

দুপুর  ১২.০০:  প্রকাশ্যে এল রাঘণীতির সঙ্গীত অনুষ্ঠানের ছবি। শোনা গিয়েছে, নয়ের দশকের থিমে অনুষ্ঠানটি হয়েছে। আর সেখানে গান গেয়েছেন নভরাজ হংস। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে পরিণীতিকে গানের ছন্দে নাচতে দেখা যাচ্ছে।  আর তাঁকে সঙ্গত দিচ্ছেন রাঘব।

Ragahv-Parineeti-Sangeet-pic-1 

সকাল ১১.০০:  রাতের সঙ্গীত অনুষ্ঠান সারার পর সকাল থেকেই বিয়ের আসরে আসতে শুরু করেছেন পরিবারের সদস্যরা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

সকাল ১০.০০: পরিণীতি-রাঘবের বিয়ের জন্য সেজে উঠেছে উদয়পুরের লীলা প্যালেস।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ