Advertisement
Advertisement

Breaking News

Rahool Mukherjee

শুটিংয়ে নিয়ম ভঙ্গ! ফেডারেশনের কোপে পরিচালক রাহুল, প্রসেনজিৎ-অনির্বাণের পুজোর ছবির কী হবে?

নতুন কোনও পরিচালক কি ছবিটি পরিচালনার দায়িত্ব পাবেন?

Prosenjit-Anirban's new movie Director Rahool Mukherjee reportedly suspended by Federation
Published by: Suparna Majumder
  • Posted:July 21, 2024 1:48 pm
  • Updated:July 21, 2024 1:50 pm   

বিশেষ সংবাদদাতা: ‘দশম অবতার’-এর পর ফের এক সিনেমায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে। নামী প্রযোজনা সংস্থার ব্যানারে নতুন এই ছবির পরিচালনার দায়িত্বে রাহুল মুখোপাধ্যায়। এই ঘোষণার দিন কয়েক যেতে না যেতেই বিপত্তি। নিয়ম বিরুদ্ধভাবে শুটিং করার অভিযোগে ফেডারেশনের কোপে পড়লেন টলিপাড়ার পরিচালক। আপাতত মাস তিনেক তাঁর কর্মবিরতি। অর্থাৎ তিনি কোনও শুটিং করতে পারবেন না, আবার কেউ তাঁর সঙ্গে শুটিং করতে পারবেন না।

Advertisement

Prosenjit-Anirban-movie

এর আগে ‘দিলখুশ’, ‘কিশমিশ’-এর মতো সিনেমা পরিচালনা করেছেন রাহুল। অভিযোগ, একটি জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের শুটিং তিনি ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার (FCTWEI) নিয়ম না মেনে করেছেন। আর তার জেরেই ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টান ইন্ডিয়ার (DAEI) পক্ষ থেকে রাহলকে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দেওয়া হয়েছে। যা ২০ জুলাই অর্থাৎ শনিবার থেকে শুরু হয়েছে আর শেষ হবে আগামী ১৯ অক্টোবর।

Rahool-1

[আরও পড়ুন: ‘সুন্দরী’ মনামীর সঙ্গে শুভাশিসের প্রেম জমে ক্ষীর! বিয়েও পাকা?]

যদিও DAEI-এর উদ্দেশে পাঠানো মেলে রাহুল জানান, তিনি শুধুমাত্র মিটিং ও চিত্রনাট্য নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন। শুটিং করার উদ্দেশ্য কোনওভাবেই ছিল না। এদিকে DAEI সূত্রে জানা গিয়েছে, পরিচালক নিজেই নিয়ম বিরুদ্ধ শুটিংয়ের বিষয়টি স্বীকার করেছেন এবং ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু যেহেতু ফেডারেশনের নিয়ম যে কেউ যদি গোপনে, না জানিয়ে শুটিং করে। তাহলে এমন ক্ষেত্রে তাঁকে তিন মাস কর্মবিরতির মুখে পড়তে হবে। কেউ এই তিন মাস তাঁর সঙ্গে কাজ করবে না। প্রত্যেকটা গিল্ডেরই এতে সমর্থনে আছে। এর আগে এরকমভাবে ১৩ জনকে কর্মবিরতি করা হয়েছিল। তাঁরা হাই প্রোফাইল ছিলেন না বলে প্রচারের আলোয় আসেননি। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য রাহুলকে ফোন করা হয়েছিল। তবে তাঁর ফোন এখন সুইচ অফ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

এবার প্রশ্ন, রাহুলকে যদি তিন মাসের জন্য কর্মবিরতিতে যেতেই হয় তাহলে প্রসেনজিৎ-অনির্বাণ জুটির ছবির ভবিষ্যৎ কী হবে? নতুন এই ছবি নাকি পুজোতেই মুক্তি পাওয়ার কথা। আবার জুলাই মাসের শেষেই শুটিং শুরু করার তোড়জোড় চলছিল। এক্ষেত্রে, নতুন এই ছবির পরিচালনার দায়িত্ব অন্য কোনও পরিচালকের কাঁধেই দেওয়া হতে পারে। আপাতত সৌমিক হালদারের নাম পরিচালক হিসেবে শোনা যাচ্ছে। বাকিটা প্রযোজনা সংস্থা কোনও বিবৃতি দিলে স্পষ্টভাবে জানা যাবে। প্রসঙ্গত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, পারিজাত চৌধুরী।

[আরও পড়ুন: নিজের হাতে সোহিনীকে খাইয়ে দিচ্ছেন শোভন, বিয়ের পর প্রকাশ্যে আইবুড়ো ভাতের ছবি]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ