Advertisement
Advertisement
Shah Rukh Khan's King

শাহরুখ খানের ‘কিং’-এর শুটিংয়ে রক্তারক্তি কাণ্ড! তবুও মনের জোরে ‘স্টান্ট দেখালেন’ অভিনেতা

ঠিক কী ঘটেছে?

Raghav Juyal injures leg while shooting for Shah Rukh Khan's King: Report
Published by: Sandipta Bhanja
  • Posted:June 4, 2025 8:45 pm
  • Updated:June 4, 2025 8:45 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের ‘কিং’ সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য প্রকাশ্যে আসছে। সম্প্রতি ট্য়াটু শোভিত পেশি দেখিয়ে নেটভুবনে শোরগোল ফেলে দিয়েছিলেন বাদশা। এবার সিনেমার শুটিংয়েই কিনা বিপত্তি ঘটল। স্টান্ট করতে গুরুতর জখম অভিনেতা!

Advertisement

না, তিনি শাহরুখ নন। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা রাঘব জুয়েল। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে, রাঘবের জন্য সেটে তড়িঘড়ি ডাক্তার ডাকতে হয়। বলিউড মাধ্যম সূত্রে খবর, ‘কিং’ ছবিতে এক তুখড় অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। যেখানে ‘স্টান্ট’ করতে হত রাঘবকে। আর সেটা করতে গিয়েই বিপত্তি বাঁধে! মারাত্মক যন্ত্রণায় কাতরাচ্ছিলেন রাঘব জুয়েল। ব্যথা কমাতে একগুচ্ছ কড়া ডোজের ওষুধ লিখে দিয়ে যান চিকিৎসক। কিন্তু এত কষ্ট সত্ত্বেও শুটিং থামাননি অভিনেতা। বরং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের লেগে পড়েন শুটিংয়ে। জানা গেল, পায়ে চোট নিয়েই স্টান্ট করে সেটে সকলকে হতবাক করে দিয়েছেন রাঘব। এই অবশ্য প্রথম নয়। রাঘব বরাবরই কাজের প্রতি নিষ্ঠাবান। কাজ নিয়ে কতটা সিরিয়াস তিনি, সেটা ‘কিল’ সিনেমাতেই বুঝিয়ে দিয়েছেন। ‘কিং’-এর শুটেও তাঁর মনের জোরের পরিচয় দিলেন রাঘব। জানা গেল, শাহরুখের ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। বার কয়েক আলোচনার পর নির্মাতারা বেশ কড়াভাবেই কাস্টিং তালিকা তৈরি করেছেন। আর বহু প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের দেখা যাবে বলে খবর।

ছবিতে কেমন চরিত্রে দেখা যাবে কিং খানকে? ঘনিষ্ঠ সূত্রে খবর, এই স্পাই থ্রিলারে গোয়েন্দার ভূমিকায় বাদশাকন্যা থাকছেন। আর তার ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। যিনি রহস্য সমাধানে সুহানাকে সাহায্য করবেন। চলতি বছরের মে মাস থেকেই ‘কিং’ ছবির শুটিং শুরু হয়েছে। মেগাবাজেট সিনেমা মুক্তি পাবে ২০২৬ সালে। শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোনকে ক্যামিও রোলে দেখা যেতে পারে। আর সুহানার মায়ের ভূমিকায় থাকতে পারেন রানি মুখোপাধ্যায়। এহেন ডাকসাইটে কাস্টিংয়ের জেরে বক্স অফিসে কাঁপন ধরার সম্ভাবনা প্রবল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ