Advertisement
Advertisement

Breaking News

Thama Teaser

রশ্মিকা-আয়ুষ্মানের রক্তাক্ত প্রেম, ‘ভিলেন’ নওয়াজ, মালাইকার নাচে জমজমাট ‘থামা’র রোমহর্ষক টিজার

প্রেম বড় বিপজ্জনক! 'থামা'র টিজারে উন্মাদনার পারদ চড়ালেন রশ্মিকা-আয়ুষ্মান, নওয়াজউদ্দিন।

Rashmika Mandanna, Ayushmann Khurrana's Thama Teaser Out
Published by: Sandipta Bhanja
  • Posted:August 19, 2025 12:37 pm
  • Updated:August 19, 2025 12:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাডক ফিল্মসের ভুতুড়ে ব্রহ্মাণ্ডে নয়া সংযোজন ‘থামা’। ভূত-মানুষের সহাবস্থানের লড়াই যে এবার আরও ভয়ঙ্কর হতে চলেছে, চলতি বছরের শুরুতেই সাবধান করে দিয়েছিল প্রযোজনা সংস্থা। এবার ঝলক দেখিয়ে উন্মাদনার পারদ চড়াল ‘থামা’। এক রক্তপিপাসু ভালোবাসার গল্প। যার ‘অনুঘটক’ অন্ধকারের বাদশা ‘ইয়াকশন’ ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকি। টিজারের শুরুতেই রশ্মিকা-আয়ুষ্মানের প্রেমালাপ। তবে কখন দিনের আলো ফুরিয়ে রাতের অন্ধকার রাজত্ব বিস্তার করবে, বোঝা দায়! যেমন রগরগে প্রেমকাহিনি, তেমন রোমহর্ষক ভিলেন! আবার মশালাদার সংলাপের সঙ্গে মালাইকা অরোরার আইটেম ডান্স। সবমিলিয়ে পয়লা ঝলকেই কৌতূহলের পারদ চড়াল দীনেশ বিজন প্রযোজিত ‘থামা’।

Advertisement

অলোকের চরিত্রে আয়ুষ্মান খুরানা। মনুষ্যত্বের অন্তিম আশার আলো। সে প্রেমে পড়ে ‘তাড়কা’র। যে ভূমিকায় রশ্মিকা মন্দানা। টিজারেই বোঝা গেল, এই গল্পে তিনি কোনও সাধারণ নারী নন! অতিপ্রাকৃত শক্তির আঁধার। অন্যদিকে অন্ধকারের বাদশা ইয়াকশন নওয়াজউদ্দিনের কারসাজি। মিস্টার রাম বজাজ গোয়েলের ভূমিকায় কৌতুকরসে পেটে খিল ধরাবেন পরেশ রাওয়াল। যার কাছে প্রতিটা হাসির মুহূর্তও ট্র্যাজেডি-সম! সবমিলিয়ে পঁচিশের দিওয়ালির পর্দায় ‘থামা’ যে তন্ত্রবিদ্যায় ঝড় তুলবে, টিজার দেখেই বেশ আন্দাজ করা গেল।

রশ্মিকা মন্দানা আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন যে, এহেন অবতারে দর্শক-অনুরাগীরা এর আগে তাঁকে দেখেননি। অন্যদিকে আয়ুষ্মানের চরিত্রেও একাধিক স্তর রয়েছে। সম্ভবত, ভ্যাম্পায়ার লাভস্টোরি দেখানো হবে ‘থামা’য়। পয়লা ঝলকে অন্তত তেমনটাই ইঙ্গিত। পরিচালনার দায়িত্বে আদিত্য সরপোতদার। উল্লেখ্য, এই ছবির আরেক সারপ্রাইজ এলিমেন্ট, ম্যাডকস-এর ভুতুড়ে ফ্র্যাঞ্চাইজির সমস্ত চরিত্রকে দেখা যাবে এই ছবিতে। সে ‘স্ত্রী’, ‘মুঞ্জিয়া’ হোক কিংবা ‘ভেড়িয়া’। এর আগে ‘স্ত্রী ২’ ছবিতে ‘ভেড়িয়া’কে নিয়ে এসে ভুতুড়ে ব্রহ্মাণ্ড তৈরি করার চেষ্টা করেছিল প্রযোজনা সংস্থা। যদিও সেটা জমেনি, তবে এবার কেমন চমক থাকে ‘থামা’য়? নজর থাকবে সেদিকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ