Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan and Suhana

শাহরুখ-সুহানার ছবিতে বাঙালি যোগ! ছবি নিয়ে জানা গেল চমকে দেওয়া তথ্য

প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা ও মেয়ে।

Reports: This Bengali director to direct Shah Rukh Khan and Suhana's first film together | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 27, 2023 7:45 pm
  • Updated:June 27, 2023 7:45 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সিনেমায় দেখা যাবে শাহরুখ খান (Shah Rukh Khan) ও তাঁর মেয়ে সুহানাকে। এমনই খবর শোনা গিয়েছে। প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা ও মেয়ে। কিন্তু এবার শোনা যাচ্ছে অন্য কথা। শাহরুখ-সুহানার ছবি নাকি এক বাঙালি পরিচালক পরিচালনা করতে চলেছেন।

Advertisement

Shah Rukh Khan and Suhana Khan gear up for their first collaboration| Sangbad Pratidin

কে সেই পরিচালক? যার উপরে শাহরুখ ভরসা রেখে ‘বদলা’ সিনেমা প্রযোজনা করেছিলেন। হ্যাঁ, বি-টাউনে জোর গুঞ্জন সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা (Suhana Khan)। আর শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ। জল্পনা, অ্যাকশন থ্রিলার সিনেমা তৈরি করা হবে।

[আরও পড়ুন: স্বামীকে ছাড়ছেন পোষ্যকে নয়, বিচ্ছেদ ঘোষণা করে সাফ জানালেন অভিনেত্রী কুশা কাপিলা]

‘পাঠান’ ছবির পর এমনিতেই বক্স অফিসে এখন শাহরুখ ম্যাজিক। অনুরাগীরা তো অধীর আগ্রহে বসে রয়েছেন শাহরুখের ‘জওয়ান’ ছবির জন্য। তার আগেই সুহানার সঙ্গে জুটি বাঁধার খবরে হইচই বলিউডে। এদিকে কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে সুহানার প্রথম ছবি ‘দ্য আর্চিস’ ছবির ট্রেলার। প্রথম ঝলকেই নজর কেড়েছেন সুহানা। ট্রেলার দেখে মেয়ের প্রশংসায় পঞ্চমুখও হয়েছিলেন এসআরকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

অবশ্য অনেকের আশা ছিল শাহরুখপুত্র আরিয়ানকে ক্যামেরার সামনে দেখার। তবে সূত্রের খবর, আরিয়ান পরিচালনাতেই মন দিতে চান। তবে সুহানা ইতিমধ্যেই গ্ল্যামারগার্ল। নামী প্রসাধনী ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হয়েছেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ফের মা হতে চলেছেন শুভশ্রী! উচ্ছ্বসিত রাজ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ