Advertisement
Advertisement
Pankaj Dheer Roopa Ganguly

‘আমার সবথেকে সুদর্শন বন্ধু…’, ‘কর্ণ’ পঙ্কজের প্রয়াণের খবরে গলা বুজে এল ‘দ্রৌপদী’ রূপার

বন্ধুবিয়োগে বাকরুদ্ধ প্রবীণ অভিনেত্রী!

Roopa Ganguly Pays Emotional Tribute To Pankaj Dheer
Published by: Sandipta Bhanja
  • Posted:October 16, 2025 7:10 pm
  • Updated:October 16, 2025 7:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসারের মারণ থাবায় বুধবার চিরঘুমের দেশে পাড়ি দিলেন পঙ্কজ ধীর। আপামর ভারতবাসীর কাছে যিনি ‘কর্ণ’। টেলিভিশনের পর্দায় মহাভারতের বলিষ্ঠ চরিত্রে দর্শকমনে বিশেষ ছাপ ফেলেছিলেন পঙ্কজ। তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া বিনোদুনিয়ায়। ‘মহাভারত’ সহকর্মীরা কার্যত ভেঙে পড়েছেন! পঙ্কজ ধীরের মৃত্যুর খবর রূপা গঙ্গোপাধ্যায়কে জানান নীতিশ ভরদ্বাজ। যিনি মহাভারত-এ ‘কৃষ্ণে’র চরিত্রে অভিনয় করেছিলেন। বন্ধুবিয়োগের খবর পেয়ে শোকবিহ্বল ‘দ্রৌপদী’ রূপাও।

Advertisement

এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গলা বুজে আসে অভিনেত্রীর। কান্না ভেজা গলায় ‘সুদর্শন বন্ধু’কে স্মরণ করে রূপা গঙ্গোপাধ্যায় জানান, “আমি ভাবতেই পারছি না যে উনি এত কম বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন। আমি বাকরুদ্ধ! অনেক দিন দেখা হয়নি আমাদের। তবে ফোনে যোগাযোগ ছিল। মাঝেমধ্যেই মেসেজে কথা হত। শেষবারও তেমন মেসেজে কথা হয়। প্রায় এক বছর আগের কথা। তবে পঙ্কজ কোনওদিনই ওঁর অসুস্থতার কথা বলেননি আমাকে।” এরপর স্মৃতির সরণি বেয়ে রূপা ফিরে গেলেন ‘মহাভারত’-এর দিনগুলিতে। অভিনেত্রীর সংযোজন, নীতিশ ভরদ্বাজের পর সেটের সবথেকে সুদর্শন পুরুষ ছিলেন পঙ্কজ ধীর। ‘আমার সবথেকে সুদর্শন বন্ধু’ এই মর্মে আমি ওঁকে মেসেজও পাঠাতাম। রূপার সংযোজন, পঙ্কজ জানতেন যে, সকলে ওঁকে ‘সুদর্শন’ বলে প্রশংসা করে। তবে উনি খুব ভদ্র, নম্র স্বভাবের মানুষ ছিলেন। পুণীত ইসর (দুর্যোধন) আর ফিরোজ খান (অর্জুন) একটু ছটফটে ছিলেন বটে কিন্তু পঙ্কজকে বরাবর সংযত থাকতে দেখেছি।”

প্রসঙ্গত, মৃত্যুকালে পঙ্কজ ধীরের বয়স হয়েছিল ৬৮। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। লড়াই করছিলেন ক্যানসারের সঙ্গে। কয়েকমাস আগে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়, হয়েছিল অস্ত্রোপচার। কিন্তু শত চেষ্টার পরও শেষ রক্ষা হল না। বুধবার, ১৫ অক্টোবর না ফেরার দেশে পাড়ি দেন অভিনেতা। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাশোসিয়েশন’।

ছোটপর্দায় ‘মহাভারত’ ছাড়াও একাধিক হিন্দি ছবিতে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসা পেয়েছে। অভিনয় করেছেন ‘জমিন’, ‘সোলজার’, টারজান: দ্য ওয়ান্ডার কার’ প্রভৃতি ছবিতে। বড়পর্দার পাশাপাশি একাধিক হিন্দি ধারাবাহিক ও ওয়েবে সিরিজেও দর্শক পেয়েছেন তাঁকে। তাঁর মৃত্যুতে শোকে মুহ্যমান তাঁর দর্শক-অনুরাগীরা। তাঁর অকালমৃত্যু বিনোদুনিয়ায় এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ