Advertisement
Advertisement

Breaking News

Saif Ali Khan-Saba Ali Khan-Kareena Kapoor

‘যত আদিখ্যেতা সোহাকে নিয়েই’, করিনার সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রোলড সাবা, দিলেন জবাবও

সম্প্রতি করিনা ও সইফের ১৩ বছরের বিবাহবার্ষিকী পালিত হয়েছে।

Saif Ali Khan's sister Saba Ali Khan REACTS to a netizen's comment
Published by: Arani Bhattacharya
  • Posted:October 17, 2025 7:46 pm
  • Updated:October 17, 2025 7:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের সকলে বিনোদুনিয়ায় নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তবে এই অভিনয় জগৎ থেকে অনেক দূরে রয়েছেন শর্মিলা ঠাকুরের বড় মেয়ে সাবা খান। নামী অলঙ্কারশিল্পী হিসেবেই নিজের পরিচয় গড়ে তুলেছেন তিনি। কাজের ব্যস্ততার ফাঁকে সময় পেলে পরিবারের সঙ্গেই সময় কাটান। ভাতৃবধূ করিনার সঙ্গে তাঁর বেশ ভালো সম্পর্ক। অত্যন্ত স্নেহ করেন তাঁকে। করিনার সঙ্গে বিভিন্ন সময় নানা ছবি পোস্ট করেন সাবা। কারণ ‘ভাবিজান’ করিনা যে তাঁর বড় আদরের। বরাবরের মতোই সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন সাবা আর তা পোস্ট করতেই বয়ে যায় ট্রোলিংয়ের বন্যা।

Advertisement

সম্প্রতি করিনা ও সইফের ১৩ বছরের বিবাহবার্ষিকী পালিত হয়েছে। সেই উপলক্ষ্যেই করিনার সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান সাবা। ক্যাপশনে লেখেন, ‘তোমরা সেই আগের মতোই আছ। তোমাদের সম্পর্কে আগেও যে উষ্ণতা ছিল আজও সেই উষ্ণতা বজায় রয়েছে। তোমরা এরকমই থেকো। আমাদের পরিবারে তোমাকে আরও একবার স্বাগত।’ তাঁর সেই পোস্টে করিনার কোনও কমেন্ট দেখতে না পেয়ে জনৈক নেটিজেন মন্তব্য করে বসেন, ‘আপনার ভাবিজান করিনা মোটেই আপনাকে পছন্দ করে না। আপনাকে পাত্তাও দেয় না। সমস্ত ভাব সোহার সঙ্গে।’

জনৈক নেটিজেনের এই মন্তব্যে পালটা জবাব দেন সাবা। শর্মিলাকন্যা বলেন, ‘অন্যের খুশিতেই আমার খুশি। আমি এতেই আনন্দ পাই। আমি যা করছি আমি সেটা করতেই পছন্দ করি।’ তবে এই প্রথম নয়, এর আগেও করিনাকে নিয়ে সাবাকে নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে। প্রতিবারই ঠান্ডা মাথায় জবাব দিয়েছেন সাবা। করিনাকে নিয়ে কখনও তাঁর মুখে কোনও কুমন্তব্য শোনা যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ