Advertisement
Advertisement

Breaking News

Ibrahim Ali Khan

‘কোনও ছবি হবে না…’, পাপারাজ্জি দেখেই মেজাজ সপ্তমে সইফপুত্র ইব্রাহিমের!

নবাবপুত্রের ভিডিও ভাইরাল।

Saif's son Ibrahim Ali Khan declined to pose for photos, viral video
Published by: Sandipta Bhanja
  • Posted:November 2, 2024 8:15 pm
  • Updated:November 2, 2024 8:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলিব্রিটি হওয়াটা কি আর কম ঝক্কির? তাঁদের ঘিরে চারিদিকে হাজারও ক্যামেরা। পাপারাজ্জিদের চেঁচামেচি, ছোটাছুটি, সব সময়েই প্রচারের আলোয়। কাজেই তটস্থ থাকতে হয় সর্বক্ষণ। সম্প্রতি বলিউডের এক হাইপ্রোফাইল দিওয়ালি পার্টিতে যোগ দিয়েছিলেন ইব্রাহিম আলি খান। আর সেখানেই ঘটে বিপত্তি! ফটোশিকারিদের হুড়োহুড়ি আর চিৎকারে রেগে কাঁই হয়ে যান তিনি। এরপরই পাপারাজ্জিদের উপর প্রায় চড়াও হন! রেয়াত না করেই ঝাঁজালো কথা শুনিয়ে দেন সইফপুত্র।

Advertisement

ফটোশিকারিদের দেখলেই দূরছাই করেন কিংবা ফ্ল্যাশের ঝলকানিতে বিরক্ত হয়ে মেজাজ হারান, এমন তারকাদের সংখ্যা নেহাত কম নেই বলিউড ইন্ডাস্ট্রিতে। পাপারাজ্জিদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য একাধিকবার সংবাদের শিরোনামে এসেছেন জয়া বচ্চন, সলমন খান, শাহিদ কাপুর থেকে রণবীর কাপুরের মতো বহু বলিউড সুপারস্টার। সইফপুত্রও বেশ কয়েকবার অসন্তোষ প্রকাশ করেছেন ফটোশিকারিদের দেখে। এবার এক দিওয়ালি পার্টিতে ফের একই ঘটনা। রবিনা টন্ডনের মেয়ে রাসার সঙ্গে গিয়েছিলেন সেখানে, পাপারাজ্জিরা তাঁর একার ছবি তোলার জন্য অনুরোধ করেন। রবিনাকন্যা তাঁদের কথা রাখলেও সইফপুত্র তখন ফোনে বেজায় ব্যস্ত। তারপর তড়িঘড়ি রাসাকে গাড়িতে তোলেন। এরপর পাপারাজ্জিরা তাঁকে ছবি তোলার অনুরোধ করতেই, একজনের হাত ধরে ইব্রাহিম জিজ্ঞেস করেন- “কি ছবি চাই তো? পাবেন না। আমি বাড়ি যাব এখন।”

বলিউডে পা দেওয়ার আগেই বার বার খবরের শিরোনামে উঠে আসেন সইফ আলি খান পুত্র ইব্রাহিম আলি খান। সৌজন্য়ে তাঁর ‘প্রেম প্রেম বাতিক’! হ্য়াঁ, নানা সময়ই, নানা মহিলার সঙ্গে নাম জুড়েছে ইব্রাহিমের। বলিপাড়ার কান পাতলেই শোনা যায় ইব্রাহিমের রঙিন ডেটিংয়ের গল্প। কখনও খুশি কাপুরের সঙ্গে নাম জড়িয়েছে, আবারও কখনও কোনও রহস্যময়ী নারী। মাসখানেক ধরেই আবার পালক তিওয়ারির সঙ্গে ইতিউতি দেখা যাচ্ছে তাঁকে। তবে এদিনের দিওয়ালি পার্টিতে অবশ্য রবিনা টন্ডনের মেয়ে রাসা থাড়ানির সঙ্গেই দেখা গেল ইব্রাহিমকে। যার সঙ্গে মাসখানেক আগেই সোহেলপুত্র আরহান খানের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ