Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

পাশে দাঁড়ায়নি ইন্ডাস্ট্রি! ‘সিকন্দর’ প্রসঙ্গে অভিমানী সলমন বললেন, ‘ওনারা ভেবেছেন…’

ছবি নিয়ে বিতর্কের জেরে ইতিমধ্যেই কমেছে শোয়ের সংখ্যা।

Salman Khan on not getting shoutouts for his projects from Bollywood

ফাইল ছবি

Published by: Manasi Nath
  • Posted:April 3, 2025 12:29 pm
  • Updated:April 3, 2025 12:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সিকন্দর’ রিলিজের আগে সলমন খান বলেছিলেন, “কোনওরকম বিতর্ক চাই না এবার।” কিন্তু ভাইজানের সেই প্রত্যাশায় জল! টিজার-ট্রেলারে ঝড় তুলে দিলেও সিনেমা মুক্তির পরই পড়তে হল চরম বিপাকে। সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কাঠগড়ায় ছবির পরিচালক এ আর মুরুগাদোস। তার জেরে হুড়মুড়িয়ে কমেছে ‘সিকন্দর’-এর শোয়ের সংখ্যা। আর এবার আবার বিতর্ক-ভাইজনের নিজের বলি ইন্ডাস্ট্রি নাকি ‘সিকন্দর’ ছবির প্রচারের সময় তাঁর পাশে দাঁড়ায়নি! অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন বলিউড সুপারস্টার।

Advertisement

সলমন খানকে বরাবর ইন্ডাস্ট্রির শুভাকাঙ্খি হিসাবেই সকলে জানে। ইন্ডাস্ট্রির অন্যান্য তারকাদের ছবির প্রচারে প্রায়শই দেখা যায় সলমনকে । এমনকী মোহনলালের ‘এল ২: এমপুরান’ এবং সানি দেওলের আগামী ছবি ‘জাট’কেও শুভেচ্ছা জানাতে ভোলেননি ভাইজান। অথচ তাঁর নিজের ছবি ‘সিকন্দর’-এর প্রচারে দেখা যায়নি প্রায় কোনও বলি তারকাকেই। কেন এমন বিভেদ? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এবার মুখ খুলেছেন ভাইজান নিজেই?খানিকটা ক্ষোভ ও অভিমানের সুরে সলমন বলেছেন, “ওনারা হয়তো ভেবেছেন আমার সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু সকলেরই সাহায্যের প্রয়োজন হয়, এমনকী আমারও।”কেন গোটা ইন্ডাস্ট্রি মুখ ফিরিয়েছে সলমনের ছবি থেকে? সমালোচকদের মতে, সলমনকে অনেকেই স্বয়ং সম্পূর্ণ বলে মনে করেন। সেই জায়গা থেকেই ইন্ডাস্ট্রির মানুষজন সলমনের ছবির প্রচার থেকে দূরে থেকেছেন।

উল্লেখ্য ইদে মুক্তি পেয়েছে সলমনের ‘সিকন্দর’। তারপর থেকে এখনও পর্যন্ত আশানুরূপ ফল করেনি ছবিটি। ছবির শোয়ের প্রায় ৫০% কমে গিয়েছে। সেই জায়গায় মোহনলালের ‘এল ২: এমপুরান’ প্রদর্শিত হচ্ছে। ‘সিকন্দর’-এর বক্স অফিস কালেকশন এখনও ১০০ কোটির গণ্ডি পার হয়নি। সমস্ত বিতর্ক ঝেড়ে ফেলে ‘সিকন্দর’ সলমন স্বমহিমায় ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ