সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং সেটেই মর্মান্তিক পরিণতি। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে মৃত্যু হল জনপ্রিয় স্টান্টম্যানের। এমন ভয়াবহ ঘটনা ঘটেছে দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার কার্তির (Karthi) নতুন সিনেমার সেটে।
বুধবার ‘সর্দার ২’ (Sardar 2) সিনেমার শুটিং চলছিল। ছবির এক অ্যাকশন দৃশ্যের শুট নিয়ে ফ্লোরে যখন সকলে ব্যস্ত, তখন আচমকাই ২০ ফুট উঁচু থেকে পড়ে চরম পরিণতি ওই জনপ্রিয় দক্ষিণী স্টান্টম্যানের। দিন দুয়েক আগেই ১৫ জুলাই তামিল সুপারস্টার এই ছবির শুটিং শুরু করেন। সেখানেই যোগ দিয়েছিলেন স্টান্টম্যান্ট এঝুমালাই। চেন্নাইয়ের শালিগ্রামের এলভি প্রসাদ স্টুডিওতে চলছিল ‘সর্দার ২’ সিনেমার শুটিং। দিন দুয়েক যেতে না যেতেই ছবির সেটে ঘটল ভয়ানক দুর্ঘটনা।
জানা গিয়েছে, ৫৪ বছর বয়সি স্টান্টম্যান্ট এঝুমালাই ২০ ফুট উঁচু থেকে পড়ে গিয়ে মারাত্মক চোট পান। তার পর রাত দেড়টা নাগাদ মৃত্যু হয় তাঁর। অভ্যন্তরীন রক্তক্ষরণের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। স্টান্টম্যান্টের মৃত্যু হওয়ার পরই স্থানীয় বীরুগামবক্কম থানায় খবর দেয় ‘সর্দার ২’ টিম। বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এবং ছবির শুটিংও স্থগিত রয়েছে আপাতত। যদিও এখনও পর্যন্ত সিনেমার পরিচালক পিএস মিথারন এবং তামিল সুপারস্টার কার্তি অফিশিয়ালি কোনও বিবৃতি দেননি। তবে টিমের সদস্যের এমন আকস্মিক মৃত্যুকে শোকাহত সকলেই।
The auspicious pooja for starrer took place recently and the shooting of the film is scheduled to start on July 15th 2024 in grand sets in Chennai. …
— Prince Pictures (@Prince_Pictures)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.