Advertisement
Advertisement

Breaking News

Tomar Choker Neshay

বিক্রমের সুরে বাংলা গানে ফিরলেন শান, নববর্ষের উপহার ‘তোমার চোখের নেশায়’

গানে একেবারে বাঙালি প্রেমিক হয়ে উঠেছেন অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায়।

Shaan and Mahalaxmi Lyer in Bickram Ghosh composed Tomar Choker Neshay song | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 16, 2023 2:42 pm
  • Updated:April 16, 2023 2:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় ছিল যখন পয়লা বৈশাখে নতুন গান শোনা যেত। সেই প্রথা বজায় রাখলেন বিক্রম ঘোষ। ইটারনাল সাউন্ডসের প্রযোজনায় তৈরি করলেন নতুন গান ‘তোমার চোখের নেশায়’ (Tomar Choker Neshay)। তাঁর সুরেই বহুদিন বাদে বাংলা গান গাইলেন শান ও মহালক্ষ্মী আইয়ার।

Advertisement

Tomar-Choker-Neshay

মিষ্টি রোম্যান্টিক গান ‘তোমার চোখের নেশায়’। সেই ভাব মাথায় রেখেই তৈরি হয়েছে মিউজিক ভিডিও। যাতে ধুতি-পাঞ্জাবিতে একেবারে বাঙালি প্রেমিক হয়ে উঠেছেন অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায়। তাঁর বিপরীতে বাঙালি নববধূর সাজে রয়েছেন তনিকা বসু।

[আরও পড়ুন: হিন্দুত্ব নিয়ে বিতর্কিত মন্তব্যের শাস্তি! ভারতীয় ‘নাগরিকত্ব’ হারালেন অভিনেতা]

বিয়ের পরের সুন্দর ভালবাসার মুহূর্তগুলি ভিডিওয় ফুটিয়ে তোলা হয়েছে। আর তাতে বিক্রম ঘোষ, শান ও মহালক্ষ্মীও রয়েছেন। পুরো বিষয়টি পরিচালনা করেছেন সুগত গুহ, সৌম্য মুখোপাধ্যায় ও সুস্মিতা শীল।

গানের ইনস্ট্রিমেন্ট অ্যারেঞ্জমেন্ট বিক্রম ঘোষই করেছেন। সরোদ বাজিয়েছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়, বাঁশিতে সৌম্যজ্যোতি ঘোষ আর সেতারে অভিষেক মল্লিক। গানের পরতে পরতে রয়েছে বাঙালিয়ানা। নতুন বছরের শুরুতে এই বাঙালিয়ানাকেই দর্শক ও শ্রোতাদের উপহার হিসেবে দিয়েছে গোটা টিম।

[আরও পড়ুন: গন্ডগোলে ভরা গ্যাংটক, রহস্য সমাধানে পরমব্রত, দেখুন ‘সাবাশ ফেলুদা’র টিজার]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ