Advertisement
Advertisement

Breaking News

SRK Aamir on Ahmedabad Plane Crash

আহমেদাবাদের উড়ান দুর্ঘটনায় ‘মর্মাহত’ শাহরুখ, ‘শক্ত হও ভারত’, বার্তা আমিরের

নিহতদের পরিবারের পাশে আমির-শাহরুখ।

Shah Rukh, Aamir Khan 'Deeply Saddened' By Air India Flight Crash Ahmedabad
Published by: Sandipta Bhanja
  • Posted:June 12, 2025 6:41 pm
  • Updated:June 12, 2025 6:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার দুপুরে আচমকাই আহমেদাবাদের আকাশ কালো ধোঁয়া। ২৪২ জন যাত্রীকে নিয়ে ওড়ার পাঁচ মিনিটের মধ্যে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৭৮৭ বোয়িং বিমান। সূত্রের খবর, বিমানে থাকা প্রত্যেকেই মৃত। একজন যাত্রীর শরীরেও প্রাণ নেই। এমতাবস্থায় মনখারাপ গোটা দেশের। সদ্য পহেলগাঁওয়ের ক্ষত সারিয়ে উঠছিল দেশ, এর মাঝেই আহমেদাবাদের বিমান দুর্ঘটনা। আমজনতার পাশাপাশি অক্ষয় কুমার, সানি দেওল, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর-সহ বলিপাড়ার সিংহভাগ তারকা শোকজ্ঞাপন করেছেন। সলমন খানও ইন্ডিয়ান সুপারক্রস রেসিং লিগের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন। এবার শোকবার্তা এল আমির খান এবং শাহরুখ খানের তরফে।

Advertisement

নিজের প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশন হাউসের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানেই তারকার টিমের তরফে শোক প্রকাশ করে বলা হয়েছে, ‘আজকের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বড় ক্ষতি হয়ে গেল। এই কঠিন সময়ে নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। এই বিধ্বংসী ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব মানুষ, সম্প্রদায়ের পাশে রয়েছি আমরা। ভারত এই কঠিন সময়ে আরও শক্ত হও।’

এদিকে খান সাম্রাজ্যের দুই সুপারস্টার শোকবার্তা দেওয়ার পর অনুরাগীদের পাখির চোখ ছিল শাহরুখ খানের সোশাল মিডিয়া অ্যাকাউন্টের দিকে। তিনি বর্তমানে কিং সিনেমার শুটে ব্যস্ত। তবে ঘণ্টাখানেকের মধ্যে অবশেষে শোকবার্তা এল কিং খানের তরফে। এক্স হ্যান্ডেলে শাহরুখ শোক প্রকাশ করে লিখলেন, ‘আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে আমরা ভীষণ মর্মাহত। নিহতদের তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি।’

প্রসঙ্গত, এই ঘটনায় এয়ার ট্রাফিক কন্ট্রোল নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু কেন দুর্ঘটনা? ওড়ার ঠিক পাঁচ মিনিটের পর কীভাবে ভেঙে পড়ল বিমান? এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এয়ারবাস উড়ানের জন্য যথেষ্ট নিরাপদ। ২০১১ সাল থেকে যাত্রা শুরুর পর এ যাবৎ এই বিমানটি কোথাও দুর্ঘটনার কবলে পড়েনি। তাহলে এই দুর্ঘটনা ঘটল কীভাবে? নানা জনের নানা মত। কেউ কেউ বলছেন, বিমানের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ছিল। কোনও কোনও বিশেষজ্ঞের ধারণা, ওড়ার পর যে কোনও কারণেই হোক, যে উচ্চতায় বিমানটি ওড়ার কথা ছিল, সেই উচ্চতায় সেটি ওঠেনি। কারও কারও ধারণা, বিমানটি পাখির সঙ্গে ধাক্কা খেতে পারে। আবার কোনও কোনও মহল থেকে এই দুর্ঘটনার নেপথ্যে অন্তর্ঘাতের তত্ত্বও ভাসিয়ে দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণটা কী? সেটা স্পষ্ট হবে ব্ল্যাকবক্স উদ্ধার হওয়ার পর। তবে আপাতত বিরোধী শিবির পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাইছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ