সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিথি আপ্যায়ণে সুনাম রয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) । সেই সুনাম বজায় রাখলেন বলিউড বাদশা। ফ্রান্স, কানাডা, কিউবেক-সহ একাধিক দেশের রাষ্ট্রদূতদের নেমন্তন্ন করে খাওয়ালেন। মন্নতেই আয়োজিত হয়েছিল এই মহাভোজ।
শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বে শাহরুখ খানের জনপ্রিয়তা রয়েছে। একাধিক দেশের রাজনৈতিক মহলেও বেশ জনপ্রিয় বলিউডের কিং খান। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রক থেকে সম্মান পেয়েছেন। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেটও পেয়েছেন। সেই শাহরুখ খানের বাড়িতেই অতিথি হয়ে গেলেন একাধিক দেশের রাষ্ট্রদূতরা। মন্নতে আয়োজিত হয়েছিল মহাভোজ। শোনা গিয়েছে শাহরুখপত্নী গৌরীর তত্ত্বাবধানে ভোজের আয়োজন হয়।
শাহরুখের আপ্যায়ণে মুগ্ধ বিদেশের রাষ্ট্রদূতরা। অনেকেই ছবি পোস্ট করেছেন। কানাডার রাষ্ট্রদূত ডিয়েড্রা কেলি লেখেন, “এবার বুঝতে পারলাম সারা বিশ্বে কেন কিং খান শাহরুখের এই জনপ্রিয়তা। এই অসামান্য আপ্যায়ণের জন্য ধন্যবাদ, শুক্রিয়া শাহরুখ এবং গৌরী খান। আমি বলিউড এবং কানাডার চলচ্চিত্র জগতের সম্পর্কের দৃঢ়তা এবং যৌথ প্রযোজনার সুযোগ আরও পোক্ত হওয়ার আশায় রয়েছি। “
I understand the charm ✨that King Khan has on audiences across the🌏.
Thank you Shukriya & for your warm welcome.🙏😊
I look fwd to further strengthen ties & new co-production opportunities between Bollywood and the 🇨🇦 Film Industry.— Diedrah Kelly (@DiedrahKelly)
উল্লেখ্য, ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বলিউডে ফিরছেন শাহরুখ। তা নিয়ে এমনিতেই দর্শকদের মধ্যে উন্মাদনা রয়েছে। এর মধ্যেই রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে অভিনয় করার কথা ঘোষণা করেছেন শাহরুখ। শোনা গিয়েছে, দক্ষিণী পরিচালক অ্যাটলির ছবিতেও দেখা যাবে তাঁকে। এদিকে সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়তা বেড়েছে কিং খানের। ইদে মন্নতের ছাদে চেনা মেজাজেই দেখা গিয়েছে তাঁকে।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.